কমলার প্রতিদ্বন্ধি হয়ে ফাঁটা বাঁশের তকমা পেল পারুল, পর্ব দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শক

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় উল্লেখযোগ্য ধারাবাহিক হল, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj)। এই ধারাবাহিকটি আট থেকে আশি সকলের মনেই জায়গা

Saranna

audience have fun to listen parul's singing in star jalsha komola o sreeman prithwiraj serial

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় উল্লেখযোগ্য ধারাবাহিক হল, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj)। এই ধারাবাহিকটি আট থেকে আশি সকলের মনেই জায়গা করে নিয়েছে। কারণ ধারাবাহিকে নেই কূটকাচালি, শুধুই আছে হাস্য কৌতুক। তবে শুধু যে হাস্য কৌতুক আছে তা নয়, রয়েছে একটু গাম্ভীর্য। গাম্ভীর্যের আলোকে হাসির রস। তবে এই গাম্ভীর্য আলাদা রকমের।

যা দেখে দর্শকরা বেশ প্রশংসায় করছেন। নায়িকা হিসেবে যারা অভিনয় করছেন তাঁরা বড় কোনো তারকা নন, তাঁরা ক্ষুদে শিল্পী। আর এই ক্ষুদে শিল্পীরাই দর্শকদের মন জয় করে নিচ্ছেন। তাদের দুজনের খুনসুটি দেখে সকলেই প্রশংসা করছেন। এই খুনসুটি কিন্তু একালের খুনসুটি নয়, পরাধীন ভারতবর্ষের নর-নারীর খুনসুটি। আর এটার জন্যই ধারাবাহিকটি দর্শকমহলে জায়গা করে নিয়েছে। 

komola o sreeman prithwiraj serial new promo come out

সেসময়ে ছিল সতীনের উপদ্রব। এক ছেলের দুটো তিনটা বিয়ে। সেইমতো এই ধারাবাহিকেও তা দেখানো হয়েছে। সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন এক চরিত্র। সেই চরিত্রের নাম হল পারুল। মানিকের পিসির ছেলে ভোদার বউ। গত পর্বেই দেখা গিয়েছিল মানিকের সাথেই পারুলের বিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু কমলা বুদ্ধির জোরে সতীনের হাত থেকে মুক্তি পায়।

আরও পড়ুনঃ অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আপডেট পেতে এখানে ক্লিক করুন

পারুল আর কমলার প্রথমদিকে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পর সে দেখে সেই সই তাঁর জীবনে ঝড় এনেছে। শুধুই ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে। সম্প্রতি ধারাবাহিকের এপিসোডে দেখা গেছে পারুলের বাবা-মা এসেছে মেয়ের বৌভাতে। এখানে চলছে গানের টক্কর। পারুলের বাবা জানান, তাঁর মেয়ে পিয়ানো ছাড়ায় ভালো গান গায়।

in komola o sreeman prithwiraj serial audience have fun to listen parul's singing

পিয়ানোর দরকার পড়ে না। এরপর পারুলকে গান গাওয়ার নির্দেশ দেয় পারুলের বাবা। পারুল আর কমলার প্রতিযোগীতা হবে। কিন্তু কমলা রাজি হয় না। কারণ সে পারুলকে তাঁর ছোটো বোনের মত দেখে, তাই এই প্রতিযোগীতায় সে অংশগ্রহণ করতে চায়না। কিন্তু পারুল এই অপমান সহ্য করতে না পেরে, এমন গান ধরে, যেখানে পারুলের গানকে ফাঁটা বাঁশের তকমা দেওয়া হয়। আর এই দৃশ্য দেখে দর্শকের হাসি আর কিছুতেই থামছেনা।

× close ad