১৮৫৬ (1856) : তৎকালীন গভর্নর লর্ড ক্যানিং এর সহায়তায় সমাজসংস্কারক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সনাতন হিন্দু ধর্মের চিরাচরিত বেড়া থেকে বিধবাদের মুক্তির উদ্দেশ্যে বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়।
১৯০৫ (1905) : ব্রিটিশ অত্যাচারের বিরোধিতায় বাগেরহাট নামক স্থানে ব্রিটিশ পণ্য বয়কটের দাবিতে সোচ্চার হয়।
১৯০৯ (1909) : অরুণা আসাফ আলী, যিনি একাধারে সমাজসংস্কারী পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে নিযুক্ত এক ব্যক্তিত্ব। তিনি হরিয়ানার কালকা-য় জন্মগ্রহণ করেন।
১৯১৪ (1914) : কমিউনিস্ট দলের নেতা এন.ই .বলরাম পরলোকগমন করেন।
১৯১৭ (1917) : জগদীশচন্দ্র মাথুর জন্মগ্রহণ করেন, যিনি স্বনামধন্য আধুনিক হিন্দি নাট্যকার রূপে খ্যাত।
১৯২৯ (1929) : এক স্বায়ত্তশাসিত জাতীয় সংস্থা প্রতিষ্ঠা লাভ করে যার শীর্ষ নাম ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ। এই সংস্থা কৃষি ও বিজ্ঞান এর অগ্রগতির উদ্দেশ্যে গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা, পরিচালনা ও প্রচার কার্য চালায়। এর সুদীর্ঘ প্রসার ঘটেছিলো – 4 টি জাতীয় ব্যুরো; 30 টি জাতীয় গবেষণা কেন্দ্র; 45টি কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান; 10 টি প্রকল্প অধিদপ্তর; 90 টি সর্বভারতীয় সমন্বিত গবেষণা প্রকল্প; 4 টি প্রশিক্ষক কেন্দ্র এবং 216 টি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রভৃতি।
১৯৩১ (1931) : এক ইংরেজ ধর্মপ্রচারক যিনি ছিলেন ‘কেমব্রিজ সেভেন’ এর একজন চার্লস থমাস স্টুডিড ( C. T. Studd) মারা যান। তিনি সর্বোপরি ভারত , চীন এবং মধ্য আফ্রিকায় কর্মে যুক্ত হয়েছিলেন।
১৯৩৬ (1936) : ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটারমন শুভ্রামান্য জন্মগ্রহণ করেন ব্যাঙ্গালোরে , যিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ক্রিকেট জগতে। ৬০ এর দশকের মাঝামাঝি 9 টি টেস্ট ম্যাচে তিনি ভারতীয় বোলার ; লেগ ব্রেক গুগলি , ডান হাতী খেলোয়াড় হিসাবে বিশেষ উল্লেখযোগ্য।
১৯৫৪ (1954) : ভারতবর্ষের অন্তর্গত মাহে নামক স্থানটি ফরাসি উপনিবেশ থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে। এই স্থানে ফরাসি ঔপনৈবেশিক শাসনের অবসান ঘটিয়ে প্রকৃত ক্ষমতা জনগণের হাতে তুলে দিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় এই স্থানে।
১৯৫৬ (1956) : ছাত্রদেরকে লিখিত পরীক্ষার জন্য গাইড করেছিলেন কে এল পাওয়ার , তিনি জন্মগ্রহন করেন।
১৯৫৯ (1959) : ভারতের অন্যতম খ্যাতনামা ভূতত্ত্ববিদ সুহৃদ কুমার রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শিলাতত্ত্ব ও আধুনিক ভূতত্ত্ববিদ্যায় ছিল অসীম পারদর্শিতা।
১৯৬৯ (1969) : প্রতাপ চন্দ্র লাল যিনি ছিলেন এয়ার চিফ মার্শাল, বিভিন্ন পদের অধিকারী যথা পদ্মবিভূষণ , পদ্মভূষণ , ডি এফ সি প্রভৃতি। ইনি ইন্ডিয়া কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং হয়েছিলেন।ভারতের স্বাধীনতা সংগ্রামে নিযুক্ত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ মোরারজি দেশাই যিনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ছিলেন। তিনি স্বাধীন ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। ভারত রত্ন পুরস্কারে পুরস্কৃত ,1969সালে মন্ত্রিসভায় পদত্যাগ করেন।
১৯৮১ (1981) : ভারতবর্ষে পারমানবিক শক্তি নিয়ে পরীক্ষা – নিরীক্ষার সূত্রপাত হয়।
১৯৯০ (1990) : ওম প্রকাশ চৌতালা ভারতীয় রাজনীতিবিদ যিনি ছিলেন হরিয়ানার সপ্তম মুখ্যমন্ত্রী। যিনি 1990 সালে মন্ত্রীসভা পদত্যাগ করেন।
১৯৯১ (1991) : ভারতীয় রেল ব্যবস্থার বাজেটের মাধ্যমে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয় প্রায় 15-20 % এবং মালভাড়া বৃদ্ধি হয় প্রায় 10 %।
১৯৯২ (1992) : একাধারে এক ভারতীয় আইনবিদ তেমনই এক রাজনীতিবিদ ছিলেন শঙ্কর দয়াল শর্মা। তিনি ভারতের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি ছিলেন নবম তম।একজন হিন্দি ভাষার লেখক যিনি আবার প্রযোজক ও পরিচালক এর ভূমিকা পালন করেগেছেন অমর ভার্মা, যিনি মৃত্যুবরণ করেন।
১৯৯৩ (1993) : রাশিয়া ও ভারতের মধ্যে ক্রায়োজেনিক রকেট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়া ভারতের সাথে সেই চুক্তি বাতিল করে দেয়।
১৯৯৬ (1996) নরসিমা রাও লখুভাই পাঠক প্রতারণার মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর দ্বারা যে সমন জারী করা হয় তা বাতিল করতে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন।
সুপ্রিম কোর্ট নির্ধারিত রায় অনুযায়ী, বিবাহের দরুণ আলোচনা চলা কালীনও যদি কেউ যৌতুক দাবী করে তবে তা চূড়ান্ত অপরাধ বলে গণীত হবে।
গুজরাটের সরোবর বাঁধের উচ্চতা ৪৩৬’ এ বাড়ানোর জন্য এক চুক্তির পর্যায়ে পৌঁছায়। মূলত নর্মদা উপত্যকার চারটি অববাহিকা রাজ্য – রাজস্থান , গুজরাট , মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র ঘিরে এই চুক্তি। তবে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে ৫ বছর যাবৎ হাইড্রোলজিক্যাল স্টাডি করার বিষয়ে। স্থির হয় চ্ছটা প্রদান করা উচিত ৪৫৫’ ।
১৯৯৭ (1997) : হিন্দি সিনেমা জগতে এমন এক ঘটনা ঘটে যখন একই সালে দুজন অভিনেতা-অভিনেত্রী সেরার পুরস্কারে বিজয় লাভ করেন। একদিকে ‘ভারতীয়’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কারে স্বীকৃত হন কমল হাসান অপরদিকে, ‘মাচিস’ এর জন্য টাবু সেরা অভিনেত্রীর পুরস্কারে বিজয়ী হন।
ভারতীয় রাজনীতিবিদ ভি এস রমাদেবী ছিলেন কর্ণাটকের প্রথম মহিলা যিনি রাজ্যপাল পদে বহাল হয়েছিলেন। ১৯৯৭ সালে রাজ্যসভার মহাসচিব হন। এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত হন।
১৯৯৯ (1999) : মথুরার কাছে একটি পণ্যবাহী ট্রেনের লাইনচ্যুত ওয়াগনের সাথে দিল্লিগামী জিটি এক্সপ্রেস এর সংঘর্ষ হয় , তাতে প্রায় ১৭ জন নিহত আর প্রায় ২০০ জনেরও অধিক আহত হয়।