মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে পেতে হবে ছবির ৪ টি ভুল, পারলে অবশ্যই জানাতে ভুলবেন না

বর্তমানে সব জায়গাতেই ট্রেন্ডিং বিষয় হচ্ছে, অপটিক্যাল ইলিউশন (Optical Illution) গেম। অর্থাৎ চোখের ধাঁধা । সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলেই দেখা যায় এই গেমের বৈচিত্র্য। এতদিন

Saranna

find the diffrence's between this two image

বর্তমানে সব জায়গাতেই ট্রেন্ডিং বিষয় হচ্ছে, অপটিক্যাল ইলিউশন (Optical Illution) গেম। অর্থাৎ চোখের ধাঁধা । সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলেই দেখা যায় এই গেমের বৈচিত্র্য। এতদিন দেখা যেত বুদ্ধির ধাঁধা এবার হচ্ছে চোখের ধাঁধা। একই রকম জিনিস থাকবে, কিন্তু তার মধ্যেও রয়েছে ত্রুটি। যে ভালো করে লক্ষ্য করবে, সেই এই ভুলটা ধরতে পারবে। আপনিও পারেন কি একবার চেষ্টা করুন। 

এখানে একটি ছবি তুলে ধরা হল। ছবিতে দেখতে পাচ্ছেন খাটের উপর তিনজন বসে গল্প করছে। সম্ভবত তারা বাবা আর ভাই বোন। এখানে রয়েছে দুটি ছেলে এবং একটি মেয়ে। ঘরে রয়েছে সুন্দর জানালা। জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের সুন্দর পরিবেশ। এছাড়াও ঘরে রয়েছে একটি ঘড়ি। সবমিলিয়ে একটা সুন্দর দৃশ্য। কিন্তু এই সুন্দর দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে ভুল।

find the diffrence's between this images

আপনাকে ১৫ সেকেন্ড চ্যালেঞ্জ দেওয়া হল, এর মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে এই তিনটি ভুল। দেখুন পারেন কিনা। আপনার অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। কারণ এর মাধ্যমেই বুঝতে পারবেন আপনার বুদ্ধি কতটা প্রখর। আর যারা ছবিটি দেখেই করতে পেরে গেছেন, বুঝে গেছেন কোনটি সঠিক। তাদের বুদ্ধির তারিফ করতেই হয়। আর যারা পারেননি তাদের জন্য রইল এর সমাধান। 

এই ছবিতে তিনটি ভুল রয়েছে। 
প্রথম ভুল- সবাই সামনে জামার পকেট রাখে। কিন্তু এখানে ছেলেটির জামার পকেট রয়েছে পিছনে।
দ্বিতীয় ভুল – এখানে আর একটি যে ছেলে রয়েছে তার পোশাকের হাতা আবার বড়। একটি হাতা ছোটো আর একটি বড়।
তৃতীয় ভুল – জানালার উপরের দিকের সব রকম থাকলেও, নীচের দিকে একটি রড নেই।
চতুর্থ ভুল – প্রথম ছবির মেয়েটি দ্বিতীয় ছবিতে নেই।

find the diffrence's between in this images

দেখুন তো , যারা সমাধান করেছেন ঠিকঠাক করেছেন কিনা। যদি এগুলোই  করেন, তাহলে আপনাদের অভিনন্দন । আপনি একজন ভালো পর্যবেক্ষক। এই গেম আপনার মস্তিষ্কের  কোষগুলোকে উন্নত করে তোলে।

Related Post