‘মিশকা আন্টি নকল বাবা-মা এনেছিল’, বাবার কাছে মিশকার মুখোশ খুলে দিল সোনা

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকে নতুন নতুন কান্ড চোখে পড়ছে প্রতিনিয়ত। সম্প্রতি, সোনা যখন নিজের আসল পরিচয় জানতে মরিয়া হয়ে উঠেছিল

Nandini

in anurager chowa sona told her father mishka bring for her fake parents

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকে নতুন নতুন কান্ড চোখে পড়ছে প্রতিনিয়ত। সম্প্রতি, সোনা যখন নিজের আসল পরিচয় জানতে মরিয়া হয়ে উঠেছিল তখন মেয়ের এই কষ্ট সূর্য দেখতে পারছিলনা। তাই কোনো কিছু না ভেবেই মিশকার দেওয়া ঠিকানায় খুঁজতে বেরিয়ে পড়েছিল সোনার বাবা-মা কে। আর সেখানে মিশকারই ভাড়া করা গুন্ডারা সূর্যকে মেরে তার সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

অন্যদিকে, আবার সব জেনেও সোনাকে সূর্যর থেকে চিরতরে দূরে পাঠানোর প্ল্যান কষে। সোনাকে বুজিয়ে তাকে নকল মা-বাবার হাতে তুলে দেয়। তবে এবারেও মিশকাকে সফল হতে দেয়না রুপা। অনেক বোঝানোর পর সোনার সামনেই এটা প্রমান হয়ে যায় যে, যাদের সে নিজের আসল বাবা-মা ভাবছিল তারা আসলে মিশকার সাজানো লোকজন।

in anurager chowa sona told her father mishka bring her fake parents

সোনা এই কথা জানতে পেরে আরও মন খারাপ করে ফেলে তখন বাধ্য হয়ে বোনের কষ্ট সহ্য করতে না পেরে রুপা সোনাকে সব সত্যি জানিয়ে দেয়। আর ঐদিকে দীপা সূর্যর বিপদের আভাস পেয়ে কাউকে কিছু না জানিয়েই ছুটে যায় সূর্যকে ফিরিয়ে আনতে। সেখানে সত্যিই সূর্য বিপদে পড়লে দীপা সেখানকার লোকজনদের সাহায্যে সূর্যকে বাঁচায়।

মিশকা আবারও দীপাকে প্রাণে মেরে দিতে চাইলে ব্যর্থ হয়। তবে শেষ রক্ষা করার আগেই সূর্যর প্রশ্নের মুখে পরে মিশকা। কারণ সূর্য আসতেই সোনা তার বাবাকে জানিয়ে দেয় যে, মিশকা তার জন্য নকল মা বাবা এনেছিল। যেকথা শুনে সূর্য তেড়ে যায় মিশকার কাছে আর তাকে প্রশ্ন করে সে এমনটা সোনার সাথে কেন করল?

in anurager chowa surja charge mishka for why she take sona fake parents

তবে বরাবরের মতই স্বাভাবিক ভাবেই মিশকা এবারেও বেঁচে যায়। সে সূর্যকে খুব সহজেই বুঝিয়ে দেয় যে, ওই লোক গুলো মিশকাকে মিথ্যে বলেছিল। মিশকা তাই বুঝতে পারেনি ওদের কথা সত্যি মনে করে সোনাকে তাদের কাছে নিয়ে গিয়েছিল। সূর্যও এই কথা বিশ্বাস করে নেয় আর আবার বেঁচে যায় মিশকা।

× close ad