জি বাংলার (Zee Bangla) পর্দায় সবেমাত্র শুরু হওয়া একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ধারাবাহিকের বাস্তব মুখর কাহিনী ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। টিআরপি তালিকাতেও স্থান অধিকার করে নিয়েছে। ধারাবাহিকের কাহিনী বাস্তবের সাথে পুরোপুরি মিলে যায়, সে কারণেই এত ভালো লাগে দর্শকদের।
সম্প্রতি দেখা গেছে, শিমুলের শাশুড়ি কিছুতেই পাড়ার অন্য বউদের সাথে কথা বলতে দেবে না। তাকে মানা করে দেয় বাড়ির বাইরে সে যেন পা না গলায়। কিন্তু পরে দেখা যায় দুপুর বেলা পুতুল আর শিমুল বাড়ির বাইরে থেকে তালা দিয়ে বাড়ির বাইরে যায়। এই ভয়ংকর কাজ করার অপরাধে শিমুলকে বাড়ি থেকে বার করে দেয়। আর পরাগ (Parag)কে জানায়, সে যেন ডিভোর্স দেয়।
শাশুড়ির কটু কথার জবাব দেয় শিমুল (Shimul)। সে জানায়, সামান্য ব্যাপারকে এত বড় করে তুললেন মা। আমি বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছি, বাপের বাড়ি যাওয়ার জন্য নয়।’ পরাগ জানায়, আমি তোমার মতো ঔদ্ধত্য মেয়ের সাথে সংসার করতে পারব না। তারপর সে জানায়, বাপের বাড়ি গিয়ে দাদারা যদি খেতে না দেয়, তাহলে আমি খাওয়া পড়া দেব। এই কথা শুনে শিমুল জানায়, ‘এটা আমার দয়া নয়, এটা আমার পাওনা’।
এই কথা শুনে পলাশ পরাগ (Parag)কে বলে, ‘দ্যাখ দ্যাখ কি মেয়ে বিয়ে করেছিস, এখন থেকেই অধিকার ফলাচ্ছে। নিজে তো আমাদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেবেই না, উল্টে তোর থেকে আবার খোরপোষ আদায় করবে।’ এরপর পলাশের কথার জবাব দিয়ে বলে, ‘তোমরা সবাই বিয়েটা লাভের জন্য করো। সেই জন্য তুমি চাকরি করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ।’
আরও পড়ুনঃ ‘এ যেন বাস্তব কাহিনী’, ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের লেখনীকে কুর্নিশ জানালেন দর্শক!
অন্যদিকে শিমুলের (Shimul) মা আসে, মেয়ের হয়ে ক্ষমা চায়। কিন্তু পরাগ বলে, ও এসে থেকে যা যা করছে, তা আমার পছন্দ নয়। পলাশ জানায়, কিছুদিন বাদে যখন আমার বউ আসবে তখন কী শিখবে? এই সব শুনে শিমুলের মাও কথা শোনায় শিমুলকে। বাড়ি নিয়ে যেতে চায়। আদৌও কি শিমুল যাবে? সেটাই এখন দেখার। তবে শিমুলের এরকম প্রতিবাদে সবাই মুগ্ধ।