Travel Destination of Bengal Tourism : ‘থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,’ ছোটবেলায় এই কবিতা আমরা সকলেই পড়েছি। ঘুরতে যেতে কে না ভালোবাসে? ছোট থেকে বড় ঘুরতে যাওয়ার নাম শুনলেই মনটা কেমন যেন আনন্দে নেচে ওঠে তাইনা। সপ্তাহান্তে ছুটির দিনটা এলেই যেন ঘুরতে যাওয়ার মন বেশি হয়। সারা সপ্তাহে কাজের চাপ আর একঘেয়ে রুটিন থেকে একটুখানি ছুটির আশায়। আর ভাবতে হবেনা। আপনাদের সাধ আর সাধ্যের মধ্যেই রইল কাছাকাছি কিছু ঘোরার জায়গা (Best Travel Destination of Bengal Tourism)। বৃত্তান্ত জেনে নিন। আর প্ল্যান করে ব্যাগ প্যাক করে নিন। রইল ঠিকানা।
১) শান্তিনিকেতন (Shantiniketan) : নামেতেই রয়েছে একটা শান্তির আবেশ। আর এই আবেশে ভেসে যেতে চাইলে চলে যান রবি ঠাকুরের দেশে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা পছন্দ করেন, তারা তাঁর গান শুনলেই মনে একটা আলাদা প্রশান্তি অনুভব করেন। সপ্তাহান্তে ক্লান্তি মুছে ফেলতে একটু একান্তে বা পরিবারসহ সময় কাটিয়ে আসতে পারেন এই শান্তিনিকেতনে। মন ভরে যাবে বাংলার রূপ, রস, গন্ধে আর বাতাসে ভেসে থাকা গানে।
২) ডুয়ার্স (Dooars) : উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল এই ডুয়ার্স। প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ঘুরতে যাওয়ার স্থান ডুয়ার্স। এখানে রয়েছে বনভূমি, ছোট-বড় পাহাড়, একাধিক নদী, চা বাগান। একের মধ্যেই অনেক। তাহলে আর দেরি কেন ঘুরেই আসুন ডুয়ার্স থেকে। কাজের চাপ থেকে মুক্তি আর শহর থেকে দূরে প্রকৃতির কোলে, পাহাড়ের কোলে।
৩) কালিম্পং (Kalimpong) : কালিম্পং এর হিল স্টেশনে তুষারাবৃত চূড়া রয়েছে, যা ভ্রমণপিপাসুদের মন আকৃষ্ট করবে। পাহাড় প্রেমীদের আদর্শ জায়গা। অনেকেই বরফ ভালোবাসেন। গ্রীষ্মকালে সকলেই প্রায় দলে দলে ভিড় করেন কোনো পাহাড়ের কোলে বরফাবৃত জায়গায়। এছাড়াও রয়েছে ছোটো ছোটো গ্রাম, যা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই।
৪) সুন্দরবন (Sundarban) : বর্ষার সময় সুন্দরবন যেন নতুন ভাবে সুন্দরী হয়ে ওঠে। চারিদিকে বৃষ্টির জলে গাছপালা আরও সবুজ ও সতেজ হয়ে ওঠে, একেবারে নতুনের মতো। তারপর বর্ষায় নদীতে ইলিশের দেখা মেলে। তাই বর্ষার সময় ভোজনরসিক এবং ভ্রমণপিপাসু মানুষদের উপযুক্ত স্থান কিন্তু সুন্দরবনও হতে পারে। সুন্দরবন বরাবরই পর্যটকদের আকর্ষণের একটা জায়গা।
৫) দার্জিলিং (Darjeeling) : ছোটো থেকেই ভূগোল পড়তে পড়তে সকলেই মুখে আওড়েছেন দার্জিলিংয়ের নাম। ছোটোবেলার এই পরিচিত নামের জায়গাটিকে দর্শন করার ইচ্ছা কমবেশি সকলেরই থাকে। পাহাড় বলতেই সকলের মনে সআগে আসে দার্জিলিং যাওয়ার কথা। চা বাগান, টয় ট্রেন, রোপওয়ে, কাঞ্চনজঙ্ঘা এইসব যদি উপভোগ করতে চান, তাহলে প্ল্যান সাজিয়ে ফেলুন আর চলে যান দার্জিলিংয়ে।