বাঙালি দর্শকের প্রতিদিনের মনোরঞ্জনে কে কতটা সেরা সেই সাপ্তাহিক টিআরপি তালিকা ।(TRP List) প্রকাশ পেয়ে গেছে। সেরা ধারাবাহিকের স্থান অর্জন করতে ক্রমাগত জোরদার লড়াই চলে মিঠাই থেকে ধূলোকনা থেকে শুরু করে গাঁটছড়া পর্যন্ত সকলের মধ্যে। কে জিততে পারবে বেঙ্গল টপারের খেতাব সেই নিয়ে কোমর বেঁধেছে সকল ধারাবাহিক। এই দৌড়ে পিছিয়ে নেই লক্ষী কাকিমাও।
এবারের সাপ্তাহিক টিআরপি তালিকায় (TRP List) কে কাকে পিছনে ফেলে সবার আগে এগিয়ে যেতে পারলো আসুন দেখে নেওয়া যাক। এবারের তালিকাতেও ধূলোকনা জায়গা পায়নি প্রথমে। খড়ি-ঋদ্ধির জুটির রসায়ন ডেস্কের বেশ মনে ধরেছে। এবারের তালিকাতেও গতবারের স্থান ধরে রাখলো গাঁটছড়া। মিঠাই পারেনি এগিয়ে যেতে তাতে দর্শকের কিছুটা মন খারাপ। তবে গৌরী-ঈশান এগিয়ে গেলো সবাইকে পিছনে ফেলে।
এই সপ্তাহের সেরা ১০ ধারাবাহিকের তালিকা : (Top 10 Bengali Serial TRP List)
গাঁটছড়া – ৮.৫
মিঠাই / ধূলোকনা – ৮.১
গৌরী এল – ৭.৮
আলতা ফড়িং – ৭.৭
লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৯
আয় তবে সহচরী / উমা / মন ফাগুন – ৬.৬
পিলু / অনুরাগের ছোঁয়া – ৬.১
লালকুঠি / বৌমা একঘর – ৪.৬
গোধূলি আলাপ / এই পথ যদি না শেষ হয় / সর্বজয়া – ৪.৫
গঙ্গারাম – ৩.৯
আরও পড়ুনঃ মেয়েলি ন্যাকামি আমি পারিনা! খুকুমনি খ্যাত অভিনেত্রী দীপান্বিতা বাস্তবেও ডানপিটে রইল ভিডিও
নন ফিকশন শো এর পয়েন্ট : (Non-Fiction show point in List)
সেরা দশের তালিকায় স্থান পায়নি অনেক ধারাবাহিকই। এগুলো গেল মনোরঞ্জনের ধারাবাহিক পর্ব। এছাড়াও ষ্টার জলসা ও জী বাংলা চ্যানেলে অনুষ্ঠিত নন ফিকসিং শো গুলি কে কত পয়েন্ট পেলো দেখে নিন। জী বাংলার জনপ্রিয় নন ফিকশন শো অভিনেত্রী রচনা ব্যানার্জী সঞ্চালিত দিদি নং ১ এর শুধু রবিবারের এপিসোডের পয়েন্ট ৫.৭ এছাড়া সাপ্তাহিক পয়েন্ট ২.৯। এছাড়াও জী বাংলার জনপ্রিয় সৌরভ গাঙ্গুলি সঞ্চালিত দাদাগিরি এই সপ্তাহে ৪.৯ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। ষ্টার জলসার অভিনেতা জিৎ সঞ্চালিত ইস্মার্ট জোড়ি পেয়েছে ৩.২ পয়েন্ট।