মেয়েলি ন্যাকামি আমি পারিনা! খুকুমনি খ্যাত অভিনেত্রী দীপান্বিতা বাস্তবেও ডানপিটে রইল ভিডিও

বাংলা বিনোদনের জগতে বর্তমানে একের পর এক নতুন ধারাবাহিকের সংযোজন হয়েছে। সম্প্রতি বেশ কিছুমাস যাবৎ দুই জনপ্রিয় বিনোদন চ্যানেল জী বাংলা ও ষ্টার জলসার মধ্যে

Desk

khukumoni home delivery actress dipanwita rakshit tell about her unknown facts

বাংলা বিনোদনের জগতে বর্তমানে একের পর এক নতুন ধারাবাহিকের সংযোজন হয়েছে। সম্প্রতি বেশ কিছুমাস যাবৎ দুই জনপ্রিয় বিনোদন চ্যানেল জী বাংলা ও ষ্টার জলসার মধ্যে চলছে ধারাবাহিক যুদ্ধ। কখনো জী বাংলার পর্দায় নতুন ধারাবাহিকের দেখা মিললে পরোক্ষনেই ষ্টার জলসার পর্দাতেও মিলছে নতুন ধারাবাহিকের ঝলক। সাপ্তাহিক টিআরপি তালিকাতেও এই চ্যানেল মোক্ষম প্রতিদ্বন্ধিতা করে চলেছে। কখনও জী বাংলা তালিকায় এগিয়ে যায় তো কখনো ষ্টার জলসা উপরের দিকে এগিয়ে যায়। ধারাবাহিক প্রসঙ্গে মুখ খুললেন টেলি অভিনেত্রী খুকুমনি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery) খ্যাত দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)।

সম্প্রতি ষ্টার জলসা চ্যানেলে গত ১ লা মে খুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকটি শেষ হয়েছে। এতে মুখ্য চরিত্রে অভিনয়ে ছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) ও অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar)। খুকুমনি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery) ধারাবাহিকটি শুরুতে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু পরবর্তী সময় ধারাবাহিকটি সাপ্তাহিক তালিকায় ভালো ফলাফল করতে না পারে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়।

khukumoni home delivery actress dipanwita rakshit tell about her reality

মাত্র দশ মাসের মধ্যেই ধারাবাহিকটিকে তার যাত্রা পথে ইতি টানতে হয়। তবে জানা গেছে, শুধু টিআরপি তালিকাই একমাত্র কারণ নয় ষ্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের সাথে ব্লুজ হাউস প্রোডাক্শনের (Blue House Production) কোনো গোলযোগের কারণেই এই ধারাবাহিক শেষ করা হয়েছে। তবে একথা বলা বাহুল্য যে, একসময় খুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকটি ষ্টার জলসা চ্যানেলকে টিআরপি তালিকায় অনেকটাই উপরের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলো।

সম্প্রতি খুকুমনি হোম ডেলিভারির মুখ্য চরিত্র খুকুতে অভিনয়কারী অভিনেত্রী দীপান্বিতা তার একটি সাক্ষাৎকারে দর্শকের সাথে শেয়ার করে নিয়েছেন তার এই ধারাবাহিকের কিছু অভিজ্ঞতা। দীপান্বিতা জানান, তাকে দেখলে যতটা শান্ত স্বভাবের মনে হয় তিনি বাস্তবে অতটা শান্ত নন। বরং তার খুকুমনি চরিত্রটি তার বাস্তবের চরিত্র ফুটিয়ে তোলে। অভিনেত্রী জানান তিনি পর্দার ওপারেও খুকুমনি মতনই চঞ্চল ও ডানপিটে স্বভাবের।

আরও পড়ুনঃ মোহর প্রেমীদের জন্য সুখবর! নতুন সিরিয়ালে ফিরছেন প্রতীক সেন, জুটি বাঁধবেন এই অভিনেত্রীর সাথে

তিনি আরো বলেছেন মেয়েলি ন্যাকা ন্যাকা ভাবসাব তার কখনোই ঠিক আসেনা। সে দুরন্তপনাতেই অভ্যস্থ। বাকি মেয়েদের মতো ছুঁইমুই ভাব তার মধ্যে নেই। সাথে তিনি জানান,খুকুমনি চরিত্রের জন্য কোনো অডিশন তাকে দিতে হয়নি। নির্মাতারা তাকে প্রথমেই সিলেক্ট করে নিয়েছিলেন। যদিও চরিত্রের স্বার্থে তাদের কিছুটা সন্দেহ ছিল তিনি পারবেন কি না। তখন অভিনেত্রী নিজেও একবার অডিশন দিতে চেয়েছিলেন কিন্তু তার আর প্রয়োজন হয় নি। খুকুমনিতে (Khukumoni) অভিনেত্রী দীপান্বিতার ‘পেঁপে দিয়ে চেপে দেওয়া’র সংলাপটি তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছিল।

Related Post