দুই বোন কাঁপাচ্ছেন ছোটপর্দা, জনপ্রিয় এই অভিনেত্রী হলেন ‘কমলা’র দিদি!

একটু গবেষণা করলেই টলিপাড়ায় মিলবে বোনে বোনে বা ভাইয়ে ভাইয়ে অভিনয় করছেন। এই দৃষ্টান্ত অতীত কাল থেকে চলে আসছে, এ খুব নতুন কিছু নয়। আর

Saranna

these star jalsha actress is sister of actress ayanna chatterjee

একটু গবেষণা করলেই টলিপাড়ায় মিলবে বোনে বোনে বা ভাইয়ে ভাইয়ে অভিনয় করছেন। এই দৃষ্টান্ত অতীত কাল থেকে চলে আসছে, এ খুব নতুন কিছু নয়। আর সেরকমই আরও এক উদাহরণ খুঁজে পাওয়া গেছে টলিপাড়ায়। যা দেখে সকলেই অবাক। আজ এমন একজনের কথা বলব যারা দুই বোন, দুই বোনই বাংলা সিরিয়ালের (Bengali Serial) ছোটো পর্দায় বেশ চুটিয়ে অভিনয় করছেন, অয়ন্যা (Ayanna) ও অভিকা (Avika)

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj)। টিআরপি অনেক না থাকলেও মানিক আর কমলার মিষ্টি জুটি বারেবারে মুগ্ধ করে দর্শকদের। পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে তৈরিএই কাহিনী দর্শকদের কাছে খানিক অন্যরকম বাকি ধারাবাহিকের তুলনায়। এই ধারাবাহিকে কমলার চরিত্রে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। অয়ন্যার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে।

bengali serial new commers ayanna chatterjee real identity

‘করুণাময়ী রানি রাসমণি’- ধারাবাহিক দিয়ে শুরু হয় অয়ন্যার অভিনয় যাত্রা। এরপর দেখা গিয়েছিল ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’-তে, মৈনাক ভৌমিকের ছবি ‘মিনি’-তে, করিশ্মা কাপুর অভিনীত ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ সব চরিত্রেই তার দক্ষ অভিনয়। সবটাতেই প্রশংসা কুড়িয়েছেন। এত অল্প বয়সেই তার টলিউড থেকে বলিউড বিচরণ করা হয়ে গেছে।

star jalsha upcoming serial tomader rani new cast abhika malakar as rani

এই অভিনেত্রীর দিদিও নাকি টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অয়ন্যা ও তার দিদির ছবি একসাথে ভাইরাল হয়ে পরে। ছবিতে দেখা যাচ্ছে একদিকে অয়ন্যার ছবি আর অন্যদিকে স্টার জলসার আগত নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’(Tomader Rani)র নবাগতা অভিনেত্রী অভিকা মালাকারের (Avika Malakar) ছবি।

আরও পড়ুনঃ ‘ফুলকি’র যমজ বোনকে চেনেন? দিব্যানির সাথে মুখের মিল দেখেই ধরে ফেলল নেটিজেনরা

audience guese bengali serial actress ayanna and avika are sister's

এই দুই ছবি পোস্ট করে একজন লিখেছেন, ‘দু’জনকে দেখতে একদম বোন বোন মনে হছে। কমলার পরে রানী একটা প্রিয় চরিত্র হবে বলে আশা করছি’। আসলে এরা দুজন বাস্তবে কেউ কারোর দিদি বা বোন নয়। এদের দুজনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। দুজনের মুখের মিল দেখেই সবাই অনুমান করছে এরা হয়ত দুজনেই বোন। কিন্তু সেটা নয়, দুজনের মধ্যে অনেক তফাত। দুজনের পদবী আলাদা, দুজনের বাড়ির ঠিকানাও আলাদা।

× close ad