‘গুড্ডি’ শেষ হতেই বলিউডে পাড়ি! নতুন ভাবে পর্দায় ফিরবেন রণজয়-শ্যামৌপ্তি

স্টার জলসার (Guddi) চর্চিত তম ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। এই ধারাবাহিকের বয়স ১.৭ বছর। টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করে নিতে পারেনি। তবে সর্বদা চর্চার

Saranna

ranojoy bishnu and shyamoupti mudly coming on hindi serial soon

স্টার জলসার (Guddi) চর্চিত তম ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। এই ধারাবাহিকের বয়স ১.৭ বছর। টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করে নিতে পারেনি। তবে সর্বদা চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিয়াল। তবে আজই ছিল ধারাবাহিকটির অন্তিম পর্ব। অবশেষে শেষ হল এই সিরিয়ালের যাত্রা। তবে ধারাবাহিকের সম্প্রচার শেষ হতে না হতেই বলিউডে পাড়ি দিলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)

তারা জুটি হয়ে আবারও ফিরছেন নতুন ধারাবাহিকে। স্টার বা জি বাংলার কোনো ধারাবাহিক নয়। একেবারে হিন্দি চ্যানেলে স্টার প্লাসে (Star Plus) দেখা যাবে দুজনকে। বাংলায় আধিপত্য বিস্তার করেছেন জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবার হিন্দিতেও নিজের আধিপত্য বসিয়েছেন। তাঁর সেই ধারাবাহিক গুলো হিন্দিতে রমরমিয়ে চলছে। আর তাই এবার আরও একটা নতুন ধারাবাহিক আনছেন তিনি। ধারাবাহিকের নাম ‘ঝনক’ (Jhanak)

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে গেছে । কলকাতায় তিনদিন শ্যুটিং করার পর টিম পৌঁছে গেছে কাশ্মীরে। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, অনিরুদ্ধ পেশায় প্রযুক্তিবিদ। কাশ্মীরে গিয়ে আলাপ হয় ঝনকের সাথে। ভাগ্যচক্রে ঝনকের সাথে বিয়ে হয় তার। কিন্তু নিজের দেশে আরশির সঙ্গে বাগদান হয়ে যায়। এবার কীভাবে সামলাবে দুটো পরিবার সেটাই এখন দেখার।

আর সেটা দেখতে গেলে অপেক্ষা করতে হবে ধারাবাহিকের। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকছেন, ক্রুশল আহুজা। আর নায়িকার চরিত্রে থাকবেন হিবা নবাব। অনিরুদ্ধর বাগদত্তার চরিত্রে অভিনয় করছেন চাঁদনি শর্মা। খলনায়ক হচ্ছেন ঋষি কৌশিক (তেজশ কুমার)। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণু। শোনা যাচ্ছে রণজয় বিষ্ণুর চরিত্র দিয়েই শুরু হবে গল্পের কাহিনী।

আরও পড়ুনঃ আসছে ‘নিশিগন্ধা’, মহিলা নাপিতের ভূমিকায় সকলকে চমকে দিলেন ‘গুড্ডি’ অভিনেত্রী!

ranojoy bishnu and shyamoupti mudly coming on hindi serial jhanak

এছাড়াও থাকছেন, ‘ইন্দ্রাণী’ খ্যাত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, ভরত কল, পত্রালি চট্টোপাধ্যায়, সুচিস্মিতা চৌধুরী সহ আরও অনেকেই। কবে আসবে এই ধারাবাহিক? তা এখনো জানা যায়নি তবে অক্টোবর বা নভেম্বর মাসেই দেখা মিলবে এই ধারাবাহিকের। বাংলার দর্শকরা কি হিন্দীমুখী হবে? কি হয় সেটা ধারাবাহিক সম্প্রচার হলেই বোঝা যাবে।

× close ad