ইন্ডাস্ট্রি অনেক বদলে গেছে, বিস্ফোরক ‘অনুরাগের ছোঁয়া’র ‘লাবণ্য’ অভিনেত্রী রূপাঞ্জনা

Rupanjana Mitra : টলিপাড়ার (Tollywood) স্পষ্টবাদী অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার টিআরপি করার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ তে লাবণ্য সেনগুপ্তের ভূমিকায়।

Saranna

rupanjana mitra openup about isdustry nowdays

Rupanjana Mitra : টলিপাড়ার (Tollywood) স্পষ্টবাদী অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার টিআরপি করার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ তে লাবণ্য সেনগুপ্তের ভূমিকায়। এই চরিত্রটি বেশ পছন্দের অনেকের। অভিনেত্রীর সাথে চরিত্রটি বেশ মানিয়েছে। এই ধারাবাহিকে যেমন লাবণ্য সেনগুপ্ত স্পষ্টবাদী মডার্ন, তেমনই বাস্তবজীবনেও বেশ স্পষ্টবাদী।

আর সম্প্রতি সেই স্পষ্টবাদীতা ফুটে উঠল রূপাঞ্জনার কথায়। রূপাঞ্জনা আজকের প্রজন্মের অভিনেত্রী নন। ইন্ডাস্ট্রিতে কেটে গেছে অনেক বছর। জয় কানহাইয়া লাল কি দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক জয়যাত্রা। তারপর একে একে দুর্গা, বেহুলা, এক আকাশের নিচে, জন্মভূমি, আঁচল, সিঁদুর খেলা, তুমি আসবে বলে প্রভৃতি ধারাবাহিক। তবে শুধু ধারাবাহিক নয়, করেছেন সিনেমা সিরিজ।

anurager chowa serial labonyo sengupta with deepa

তাঁর ঝুলিতে রয়েছে, দাদার আদেশ, প্যান্থার সহ আরও অনেক সিনেমা। এছাড়াও করেছেন বউ কেন সাইকো , সেই যে হলুদ পাখি সহ অনেক ওয়েব সিরিজ। শনিবার রাতে সমাজ মাধ্যমে রূপাঞ্জনা লেখেন, ‘ চলচ্চিত্র জগতে একটা খুব ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। ইন্ডাস্ট্রির মানুষ অনেক বেশি দয়ালু হয়েছে’। হঠাৎ এই মন্তব্য কেন?কেন মাঝরাতে এমনটা উপলব্ধি করলেন তার উত্তর এখনো জানা যায়নি।

সকলের কাছে একটা রহস্য হয়ে থেকে গেছে। উল্লেখ্য, ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেছিলেন, তারপর তাদের সন্তান আসে রিয়ান। কিন্তু ২০১৮ তেই বিচ্ছেদ হয় দুজনের। স্বামীর প্রতি ক্ষোভ ছিল না। কিন্তু দাম্পত্য জীবনে অসুখী ছিলেন দুজনে, সেই কারণেই বিচ্ছেদ। বিচ্ছেদের পর রিয়ানকে নিয়েই কেটে যাচ্ছিল তাঁর একাকী জীবন। 

bengali serial mother in law' rupanjana mitra aka labonyo are amazed netizen with their bold look

তারপর জীবনে আসে পরিচালক রাতুল মুখোপাধ্যায়। উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে এক গির্জায় আংটি বদল করেছিলেন দুজনে। আগামী ডিসেম্বরে তাদের সামাজিক বিয়ে হওয়ার কথা। দুজনের বয়সের ফারাক অনেকটাই। কিন্তু তাতে কি দুজনের মধ্যে তো ভালোবাসা রয়েছে সেটাই আসল। প্রেমিকের বয়স কম হলেও, প্রেমিক তাঁর থেকে অনেক বেশি ম্যাচিউর।  

× close ad