সন্দীপ্তার পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘গাঁটছড়া’ অভিনেত্রী, নিজেই দিলেন সুখবর!

Tollywood Actress Announce her Marriage Date : সামনে পুজো, আর পুজোর পরেই আছে বিয়ে। কার বিয়ে? আমার আপনার বিয়ে নয়। রয়েছে সেলিব্রেটিদের বিয়ে। এই তো

Saranna

gaatchora serial this actress openup about her marriage date

Tollywood Actress Announce her Marriage Date : সামনে পুজো, আর পুজোর পরেই আছে বিয়ে। কার বিয়ে? আমার আপনার বিয়ে নয়। রয়েছে সেলিব্রেটিদের বিয়ে। এই তো সম্প্রতি শোনা গেল বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেন, আর তারপরই শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসবেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে‌ যাঁকে গাঁটছড়া (Gaatchora) ধারাবাহিকে রুক্মিণীর চরিত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)

পুজোর পরে এই অভিনেত্রীই বসছেন বিয়ের পিঁড়িতে। বিয়ের গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। কিন্তু সময়টা ঠিক করে উঠতে পারছিলেন না। অবশেষে ঠিক করে ফেললেন সময়টা। নভেম্বরের শেষেই ঠিক হয়েছে বিয়ের ‌তারিখ। তবে বিয়ে নিয়ে এখন বেশিকিছু জানাতে চাননা। ঘনিষ্ঠ মহলেও তাঁর বিয়ে নিয়ে কোনো চর্চা হচ্ছে না। যখন হবে সবাই-ই দেখতে পাবেন।

in gaatchora serial audience wants that sriparna became new lead

অনলাইন ‌ঘটকালী সংস্থার হাত ধরেই হচ্ছে বিয়ে। বিয়ে প্রসঙ্গে শ্রীপর্ণা জানান, ‘বিয়ের প্রস্তুতি তুঙ্গে, আমি এখন শ্যুটিংয়ে ব্যস্ত তাই দাদা, মামা, মাসিরা যে যার নিজ নিজ দায়িত্ব ভাগ করে নিচ্ছেন।’ এই অভিনেত্রীও ট্রেন্ডে ভাসেননি। তিনিও ডেস্টিনেশন বিয়েতে বিশ্বাসী নয়। তাই বাড়ির কাছাকাছিই বসবে বিয়ের আসর। বিয়েতে কেমন সাজবেন? বিয়েতে সাবেকি ভাবেই সাজবেন।

বিয়েতে পড়বেন লাল বেনারসী। বেনারসী কেনাও কমপ্লিট। মেনুতে থাকছে চিংড়ি, ভেটকি আর অভিনেত্রীর পছন্দের বিরিয়ানি। অভিনেত্রী প্রথম থেকেই চেয়েছিলেন ডাক্তারকে জীবনসঙ্গী করতে, আর সেই ডাক্তারকেই করলেন জীবনসঙ্গী। বালির মেয়ে শ্রীপর্ণা। সংসার পাতবেন চন্দননগরে। সকলেই অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর নতুন জীবন দেখার আশায়।

 

View this post on Instagram

 

A post shared by Sriparna Roy (@siyara0604)

একদিকে সন্দীপ্তা সেনের বিয়ে, অন্যদিকে শ্রীপর্ণা রায়ের বিয়ে। দুই জনপ্রিয় অভিনেত্রীর বিয়েতে মশগুল বাংলা‌ টলিউড ইন্ডাস্ট্রি। উল্লেখ্য, ২০১২ সালে স্টার জলসার ‘আঁচল’ ধারাবাহিক দিয়েই শুরু হয় অভিনেত্রীর ডেবিউ। তারপর তাঁকে দেখা যায় ‘আজ আঁড়ি কাল ভাব’, ‘কড়ি খেলা’, ‘মুকুট’ সহ আরও অনেক ধারাবাহিকে। অভিনয় করেছেন জি বাংলা অরিজিনালসের নিমকি ফুলকি ও মনি কাঞ্চনা তে। সবেতেই তিনি তাঁর দক্ষতা দেখিয়েছেন।

× close ad