Dev Refused Bollywood Movie offer : টলিউড (Tollywood) সুপারস্টার দেব (Dev), যার শুরুটা হয়েছিল ২০০৬ থেকে। ছোটো বড় সকলেই তাঁর ফ্যান। এখন অনেক নতুন নতুন অভিনেতা এসে টলিউডে নিজেদেরকে স্থাপিত করছে, অনেক জনপ্রিয় অভিনেতার ভিড়েও হারিয়ে যাননি এই সুপারস্টার। আজও সমান তালে দর্শকদের কাছে সুন্দর সুন্দর কাজ নিয়ে সামনে আসছেন। তা সত্ত্বেও সবার মনে প্রশ্ন জাগেই এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও বলিউডে (Bollywood) কেন ডেবিউ করেননি?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকেই পাড়ি দিচ্ছেন বলিউডে, কিন্তু এই তালিকায় নাম নেই কেন দেবের? এর পিছনে রয়েছে অনেক কারণ। সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছেন সুযোগ। কিন্তু কেন? যেখানে সকলে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন আর সেখানে দেব সেই সুযোগ ফিরিয়ে দিচ্ছেন। ভাবা যায়! তিনি জানান, ‘ মিথ্যে বলব না, বলিউড থেকে অনেক সুযোগ পেয়েছি।
আমাকে অনেকেই ডেকেছিল, আজ আমি কারোর নাম বলব না। আমি সেই সুযোগ ফিরিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়নি ওই চরিত্র গুলোর জন্য বাংলা সিনেমা ছেড়ে চলে যাওয়া যায়। কোনো চরিত্র করার আগে নিজেকে খুশি হতে হবে। তবেই অন্তর থেকে সেই চরিত্রে কাজ করা যায়। বাংলায় যে চরিত্র করছি, সেই চরিত্রের মতো বড় কিছু হতে হবে। এর মানে এই নয় যে আমি শুধু টলিউডেই আটকে থাকব, বলিউডে কাজ করব না।’
আসলে তিনি বলতে চেয়েছেন, শুধুমাত্র বলিউডে ডেবিউয়ের জন্য যদি কোনো ভিলেন চরিত্র বা অন্য কোনো ছোটো চরিত্রের সুযোগ আসে সেটাতে রাজি হয়ে গিয়ে কাজ করতে হবে এমনটা তিনি চাননা। তাঁর কথায়, ‘আমি যখন টলিউডে অত ভালো করছি, কেবলমাত্র বলিউডে কাজ করার জন্য যে কোনো একটা কাজে হ্যাঁ বলে দেব। এটা কোনো কাজের কথা নয়। বড় পুকুরে ছোটো মাছ হওয়ার থেকে ছোটো পুকুরে বড় মাছ হওয়া অনেক ভালো’।
তাহলে কি কোনোদিন আর বলিউডে কাজ করা হবে না? এ প্রসঙ্গে বলেন, ‘বাংলায় যে কাজটা আমি করছি, তার থেকে ভালো মানের ছবির অফার পেলে নিশ্চয়ই আমি মুম্বাইয়ে গিয়ে কাজ করব। মানুষ যতই আমাকে ট্রোল করুক ছোটো খাটো চরিত্রের জন্য মুম্বাই গিয়ে কাজ করতে চায় না। বাংলা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাদের ছেড়ে কোথাও যেতে পারব না’। প্রসঙ্গত, ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে দেব অভিনীত নতুন ছবি বাঘাযতীন। গোলন্দাজের পর আবার এমন সুন্দর ছবি দেখার জন্য সকল বাঙালি দর্শকরা উদগ্রীব হয়ে রয়েছেন।