গরমের দুপুরে হেলথি টেস্টি খাবার! রইল দুপুরে তেতোর ডাল তৈরির রেসিপি

মাছ, মাংস, ডিম সবকিছুর পাশাপাশি তিতো খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আমাদের শরীরে মিষ্টি যতটা প্রয়োজনীয় ঠিক তেতোও ততটাই প্রয়োজনীয়। তেতো খেলে আমাদের রক্ত

Desk

healthy mung dal with karala recipe

মাছ, মাংস, ডিম সবকিছুর পাশাপাশি তিতো খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আমাদের শরীরে মিষ্টি যতটা প্রয়োজনীয় ঠিক তেতোও ততটাই প্রয়োজনীয়। তেতো খেলে আমাদের রক্ত পরিষ্কার থাকে, ত্বক ভালো থাকে, শরীরের হজমতন্ত্রও ভালো থাকে। তেতো অনেকরকম ভাবেই খাওয়া যায়। তেতো খেতে ভালোবাসেন এমন অনেক মানুষই আছেন। আজ আপনাদের জন্য সুস্বাস্থ্যকর এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডাল খেতে অনেকেই ভালোবাসেন। আজ ডাল ও উচ্ছের মেলবন্ধনে তৈরী হওয়া সুস্বাদু তেতোর ডালের রেসিপি নিয়ে এসেছি। টেটোর ডাল খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। ডালের পুষ্টিগুণ ও তেতোর গুন মিলে পাতে পর্বে সুস্বাদু আহার। তো আসুন দেখে নেওয়া যাক মুগের ডাল দিয়ে তেতোর ডাল তৈরির রেসিপি (Mung Dal with Karala Recipe)।

healthy mung dal with karala recipe 6

মুগের ডাল দিয়ে তেতোর ডাল তৈরির উপকরণ : (Mung Dal with Karala Recipe Cooking Ingredients)

  • মুগ ডাল (পরিমান অনুযায়ী)
  • উচ্ছে / করলা
  • কাঁচা লঙ্কা
  • শুকনো লঙ্কা
  • সর্ষে
  • তেজপাতা
  • আদা বাটা
  • তেল
  • হলুদ গুঁড়ো
  • নুন স্বাদমতো

মুগের ডাল দিয়ে তেতোর ডাল তৈরির পদ্ধতি : (Mung Dal with Karala Recipe Cooking Instructions)

  • প্রথমে বাজার থেকে আনা উচ্ছে / করলা ভালো করে ধুয়ে নিন।
  • উচ্ছে / করলা গোল গোল করে কেটে নিন।

healthy mung dal with karala recipe 1

  • মুগের ডাল ধুয়ে নিন।
  • তারপর শুকনো কড়াইতে দিয়ে কিছুটা নেড়ে নিন।

healthy mung dal with karala recipe 2

  • কড়াইতে পরিমাণমতো জল দিন ডাল সিদ্ধ করার জন্য।
  • কেটে রাখা উচ্ছেতে সামান্য পরিমান নুন ও হলুদ মাখিয়ে নিন।

healthy mung dal with karala recipe 3

  • কড়াইতে তেল দিন উচ্ছেগুলো ভেজে নিন ভালো করে।
  • ডালের সাথে উচ্ছেগুলোও দিয়ে দিন কিছুটা সিদ্ধ হতে।

healthy mung dal with karala recipe 4

  • ডাল ও উচ্ছে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন একটি পাত্রে।
  • কড়াই বসান। তাতে তেল দিন ফোঁড়ন হিসাবে ২ টো তেজপাতা হাফ চামচ সর্ষে ১ টা শুকনো লঙ্কা ও ২ টো কাঁচালঙ্কা চিরে দিন।
  • অল্প নেড়ে তাতে আদা বাটা দিন। বেশ কিছুক্ষন নেড়ে নিয়ে

healthy mung dal with karala recipe 5

  • তাতে সিদ্ধ ডালটা দিয়ে দিন। পরিমান মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিন।
  • আপনার তেতোর ডাল তৈরি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন।
× close ad