চরম দুঃসংবাদ! প্রোমো প্রকাশ্যে এলেও সম্প্রচার বন্ধ আসন্ন ধারাবাহিকের! উদ্বিগ্ন দর্শক

Bengali Serial : স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) প্রত্যেকটি বাংলা বিনোদন (Bengali Serial) চ্যানেল কর্তৃপক্ষ এখন প্রতিযোগীতায় নেমেছে। আজ এই চ্যানেল

Saranna

this two serial are not coming this time

Bengali Serial : স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) প্রত্যেকটি বাংলা বিনোদন (Bengali Serial) চ্যানেল কর্তৃপক্ষ এখন প্রতিযোগীতায় নেমেছে। আজ এই চ্যানেল ধারাবাহিক আনলে, অপর এক চ্যানেলও বাধ্য হয়ে পড়েন ধারাবাহিক আনতে। কোথায় কাকে জায়গা দেবে, তা ঠিক না করেই হুড়মুড়িয়ে প্রোমো প্রকাশ করে বসে থাকেন। দর্শকরাও উদগ্রীব হয়ে পড়েন ধারাবাহিক দেখার জন্য। কিন্তু যখন ধারাবাহিক সম্প্রচার হওয়া নিয়ে সমস্যা হয়, তখন সকলকেই ভুগতে হয়।

আর ঠিক তেমনই একটা ঝড় আসতে চলেছে স্টার জলসার দর্শকদের। এই কয়েক মাসে স্টার জলসায় অনেক ধারাবাহিক শেষ হয়েছে, আবার অনেক ধারাবাহিকের আগমনও ঘটেছে। এই যেমন, ‘তোমাদের রানী’, ‘তুমি আশেপাশে থাকলে’, ‘গীতা এলএলবি’ এই নতুন ধারাবাহিক গুলোর সম্প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবার এর মাঝেই কিছু নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে এসেছে।

star jalsha upcoming bengali serial katha promo come

আর তার মধ্যেই একটি ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হল। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, স্টার জলসায় মিসিং ক্রু প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোমরাজ মাইতি এবং ইন্দ্রানী ভট্টাচার্যকে। এসবের মাঝেই বাংলা টকিজ প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে এসেছে। নতুন ধারাবাহিকের নাম ‘কথা’ (Katha)

ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছে সুস্মিতা দে (Susmita Dey) এবং সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharjee)। যেখানে সুস্মিতাকে দেখা যাবে গাছ প্রেমী, মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায়। আর সাহেবকে দেখা যাবে এক সম্ভ্রান্ত উচ্চবিত্ত পরিবারের ছেলে হিসেবে। সম্ভ্রান্ত পরিবারের ছেলে হলেও তাঁর ধ্যান জ্ঞান রান্না। তিনি একজন বড়সড় রান্নার শেফ। এই আকাশ পাতাল সম্পর্কের ধারাবাহিক দেখতে দর্শকরা বেশ আগ্রহীই ছিলেন।

star jalsha's upcoming serial lead's

কিন্তু শোনা যাচ্ছে এই দুই ধারাবাহিক এখনই সম্প্রচার হবে না। মিসিং ক্রু এর ওই ধারাবাহিক সম্প্রচার হওয়ার কথা ছিল ১৪ নভেম্বর কিন্তু সেটা হল ২৮ নভেম্বর। অন্যদিকে বাংলা টকিজ এর শ্যুটিং হওয়ার কথা ছিল ১০ নভেম্বর সেটা পিছিয়ে হল ২৬ নভেম্বর। এইভাবে পিছিয়ে যাওয়ায় সকলেই অনিশ্চিত। ধারাবাহিকটি আদৌও প্রকাশ্যে আসবে নাকি আসবে না সেই নিয়ে।

× close ad