Arpan Ghoshal-Dodo : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে কিছু কিছু নায়ক রয়েছে যাদের দেখতে এতটাই সুন্দর, তারা বলিউডকেও হার মানায়। সেরকমই একজন নায়ক হল অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। তিনি বড়পর্দার নায়ক হিসেবে নাম করেননি। ছোটো পর্দায় ‘ডোডো’ হিসেবেই নাম করেছেন। যদিও তিনি এখন বড় পর্দায় পা দিতে চলেছেন। স্টার জলসার (Star Jalsha) মেয়েবেলা ধারাবাহিক অর্পণকে হাইলাইট করেছে। কিন্তু সেই বাংলা ধারাবাহিকেই (Bengali Serial) আর দেখতে পাওয়া যাচ্ছে না তাকে। তাহলে কি আর দেখা মিলবে না? এর উত্তর জানালেন নিজেই।
অনেক অভিনেতা রয়েছেন যাদের গন্ডি শুরু হয়েছে থিয়েটার দিয়ে, তারপর ছোটো পর্দায় পদার্পণ তারপর আবার বড় পর্দায় পদার্পণ। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা অর্পণ ঘোষালের নাম। থিয়েটার দিয়ে শুরু, তারপর অভিনয় করেন ধারাবাহিক এবং ওয়েব সিরিজে। কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ দিয়ে শুরু হয়েছিল ছোটো পর্দার যাত্রা। তারপর দেখা গিয়েছিল মেয়েবেলাতে।
এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করছেন। তাঁর অভিনীত ওয়েব সিরিজের তালিকায় রয়েছে, ‘হস্টেল ডেজ’, ‘গভীর জলের মাছ’ সহ অন্যান্য সিরিজে। বর্তমানে তার ‘রাজা,রানি, রোমিও’ ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায়। এসবের পাশাপাশি অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ‘অথৈ’-এর হাত ধরে বড় পর্দায় পা দিতে চলেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে আর কি ফিরবেন না? মেয়েবেলার পর অনেক নায়ক চরিত্রের অফার এসেছিল। কিন্তু সেগুলো নাকচ করে দিয়েছেন। তিনি এখন ফিরবেন না এখন থিয়েটারেই সময় দিতে চান।
কেন এরকম সিদ্ধান্ত? এ প্রসঙ্গে জানান, ‘টেলিভিশন আমার কাছে পছন্দের মাধ্যম, কিন্তু তার থেকে আগে থিয়েটার। আমি থিয়েটার করতে ভালোবাসি। দুটো একসঙ্গে করা খুব মুশকিল। টেলিভিশন যে সময় দাবি করে সেটা আমার কাছে নেই। কিন্তু সিনেমার তিন-চার জনকে বাদ দিলে টেলিভিশনের স্টাররাই বড় স্টার। অর্থ হোক বা খ্যাতি সব দিক থেকে তারা এগিয়ে। টেলিভিশন নিয়ে কোনো ছুৎমার্গ নেই। আমি এখন থিয়েটার করতে চায়, পরে টেলিভিশনের জন্য সুযোগ এলে আমি ভেবে দেখব’।
মেয়েবেলার পর এত অফার ফেরালেন কেন? তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘মেয়েবেলাতে আমি ফ্রেস ছিলাম। কিন্তু পরপর সিরিয়াল করলে একটা একঘেঁয়েমি আসত। আমার সেই রেশটা কাটতে সময় লাগত। আমাদের নাট্যদলের ৫০ বছর হচ্ছে, এটা আমার কাছে বড় ব্যাপার তাই আমি দলকে একটু সময় দিতে চাই। সেই কারণেই অফার ফিরিয়েছি। একটু থিয়েটারে থাকতে চাই। তবে আমার জীবন খুব অনিশ্চিত। তাই ২০২৪ এও ফিরতে পারি, আবার ২০২৫ এও এলাম না। এখন আমি নিজেই জানিনা কি করব’।