পর্দার দূরত্ব গড়িয়েছে বাস্তবে, ভেঙে যাবে রানী-দুর্জয় জুটি? চিন্তায় দর্শক

Abhika-Arkaprovo : বাস্তবের তিক্ততার জেরে পর্দায় ভাঙবে জুটি! দুর্জয়-রানীর জুটি নিয়ে চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

Saranna

abhika malakar and arkaprovo unfollow each other on instagram

টলিপাড়ার (Tollywood) সহ অভিনেতা অভিনেত্রীদের সাথে প্রেম! এই ব্যাপারটা তো সবসময় আছেই। বাংলা সিরিয়াল (Bengali Serial) জগতে এমন কানাঘুষো খবর হামেশাই শোনা যাচ্ছে। তবে শুধু যে প্রেমের গুঞ্জন শোনা যায় এমনটা নয়। প্রেমের খবরে শিলমোহর পরার আগেই বিচ্ছেদের খবরও সামনে আসে। বর্তমানে প্রায় সব সম্পর্কই সোশ্যাল মিডিয়ায় বন্দি। সম্প্রতি, দেখা গেল অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) আর অভিকা মালাকার (Abhika Malakar) একে অপরকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে। 

এবার আরও এক জনপ্রিয় জুটির মধ্যে দেখা গেল এই ঘটনা। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani)। এই ধারাবাহিকের প্রধান জুটি দুর্জয় আর রানী। দুজনের কেমিস্ট্রি ধারাবাহিকের ইউএসপি। এই দুই জুটি অন্য ধারাবাহিকের জুটির থেকে আলাদা। এদের মধ্যে রয়েছে নিখাদ প্রেম। ঝগড়া-ঝামেলা তো সব সম্পর্কেই হয়, এদের মধ্যেও হয়, তবে এদের প্রকাশভঙ্গি একেবারেই আলাদা।

রানীও জানে দুর্জয় তাকে ভালোবাসে, আর দুর্জয়ও সেটাই জানে। রানীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অভিকা মালাকার আর দুর্জয়ের চরিত্রে অভিনয় করছেন অর্কপ্রভ রায়। পর্দার জুটি এত ভালো লেগে গেছে যে দর্শকরা চাইছেন এরা বাস্তবেও জুটি হিসেবে থাকুক। কিন্তু অনুরাগীদের সেই আশায় জল ঢাললেন দুজনে। 

সোশ্যাল মিডিয়ায় দুজনকেই একসাথে দেখা যেত। এত মিষ্টি সুন্দর একটা সম্পর্ক থেকে হঠাৎ তারা দুজন দুজনকে আলফলো করে দিলেন। এমন কি হল যার জন্য এই সিদ্ধান্ত নিলেন। অনুরাগীরা চাইছেন তাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে, তাহলে খুব শীঘ্রই যেন মিটে যায়। যদিও এই বিষয়ে দুজনের কেউ মুখ খোলেননি দেখা যাক কি হয়।

abhika and arkoprovo unfollow each other

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে অর্কপ্রভ আর অভিকা জানিয়েছেন, তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব রয়েছে। আর এর কারণে বিপদে পড়তে হয় রোমান্টিক দৃশ্যের শ্যুটিং করার জন্য। দুজনের মধ্যে এতটাই বন্ধুত্ব যে ওই রোমান্টিক ব্যাপারটা আসেনা। দুজনেই দুজনকে দেখে হেসে ফেলেন। খুব কষ্টে ওই ব্যাপারটা ক্যাপচার করতে হয়। কিন্তু যখন একবার ওই মুডে ঢুকে পড়েন, তখন সব ঠিক হয়ে যায়।

× close ad