কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাইনে ১৬,০০০, এখুনি করুন আবেদন

WB Data Entry Oparator Vacancy : চাকরির (Job) বাজার খুবই খারাপ, পড়াশোনা করেও লোকে চাকরি পাচ্ছে না। তাই সকলেই হন্যে হয়ে চাকরির খোঁজ করে। কিন্তু

Saranna

data entry oparator job vacancy on wb gov kolkata police

WB Data Entry Oparator Vacancy : চাকরির (Job) বাজার খুবই খারাপ, পড়াশোনা করেও লোকে চাকরি পাচ্ছে না। তাই সকলেই হন্যে হয়ে চাকরির খোঁজ করে। কিন্তু চাকরি খুঁজলেই তো আর পাওয়া যায়না। আর তাই আমরা নিয়ে এলাম নতুন চাকরির খবর। যারা চাকরি খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য রইল সুবর্ণ সুযোগ।

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটা দারুণ সুযোগ। কলকাতা পুলিশে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে। রাজ্যজুড়ে রয়েছে অনেক শূন্যপদ। আপনি যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে এখনই আবেদন করুন।

data entry oparator job vacancy

কোন পদের জন্য নিয়োগ করা হবে : ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হবে।
কোন কোন স্থানে নিয়োগ করা হবে : পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এই নিয়োগ করা হবে।

শূন্যপদ : মোট ২২৫ টি।

বয়স : যে সকল চাকরি পার্থী এই পদে আবেদন করবে তাদের বয়স হতে হবে, সর্বনিম্ন ১৬ বছর। আর সর্বাধিক বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। SC, ST থাকলে বয়সের ছাড় রয়েছে ৫ বছর। আর OBC থাকলে বয়সের ছাড় রয়েছে ৩ বছর।

বেতন : এই পদে নিযুক্ত কর্মীরা মাসিক বেতন পাবেন ১৬ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা, তাকে গ্র্যাজুয়েট হতে হবে। এর পাশাপাশি তার কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। এছাড়াও তাকে বাংলা ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে।

আরও পড়ুনঃ ঘরে বসেই ইনকাম হবে লাখ টাকা! কিভাবে শুরু করবেন? জানুন পদ্ধতি

আবেদন করবেন কীভাবে : প্রথমে আপনাদের অনলাইন ওয়েবসাইটে যেতে হবে। তারপর ফর্ম টা পূরণ করতে হবে। তারপর জরুরী ডকুমেন্ট আপলোড করতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে?

পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, শেষ পরীক্ষার সার্টিফিকেট, ভোটার কার্ড, কম্পিউটার সার্টিফিকেট, ইনকাম ও কাস্ট সার্টিফিকেট।

আবেদন ফি : কোনোরকম আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ : ৪ ঠা এপ্রিল।

নিয়োগ প্রক্রিয়া : প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট। তারপরই হবে নিয়োগ।

× close ad