‘সুচিত্রা সেনকে এড়িয়েই…..’ কেমন ছিলেন ‘মহানায়িকা’? মুখ খুললেন লিলি চক্রবর্তী

Lily Chakraborty : টলি (Tollywood) ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। বর্তমানে যিনি জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)

Saranna

lily chakraborty openup about relationship between her and suchitra sen

Lily Chakraborty : টলি (Tollywood) ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। বর্তমানে যিনি জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) তে হেমনলিনী দেবীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। এই অভিনেত্রী অভিনয় করেছেন আমাদের মহানায়ক উত্তম কুমারের সাথে। উত্তম কুমারের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল লিলি চক্রবর্তীর। 

১৯৬৩ এর ‘দেয়া নেয়া’ সিনেমার সময় থেকেই উত্তম কুমারের সাথে তৈরী হয় সুন্দর সম্পর্ক। অনেক কিছু শিখেছেন। উত্তম কুমার যখনই কোনো শট দিতেন, তখনই কলাকুশলীদের থেকে জিজ্ঞাসা করে নিতেন শটের ব্যাপারে। শট টা ভালো কি মন্দ। সেই মতো লিলি চক্রবর্তীর কাছেও আসত সেই প্রশ্ন। শট হয়ে যেতেই জিজ্ঞাসা করতেন।

lily chakraborty

এতটাই ভালো সম্পর্ক ছিল যে এই ছবির পর থেকে লিলি চক্রবর্তীকে তিনি ‘বৌঠান’ বলেই ডাকতেন। এমনকি অভিনয়ের জন্যই তাঁকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন উত্তম কুমার। উত্তম কুমারের স্ত্রী সুপ্রিয়া দেবীর সাথেও ছিল ভালো সম্পর্ক। কিন্তু উত্তম কুমারের নায়িকা সুচিত্রা সেনে (Suchitra Sen)র সাথে ছিলনা কোনো ভালো সম্পর্ক। তাঁকে একটু এড়িয়েই চলতেন। কিন্তু কেন?

আরও পড়ুনঃ বহুদিন পর্দায় কেন দেখা নেই ‘নিম ফুলের মধু’ ‘ঠাম্মি’র? নিজেই কারণ জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান  অভিনেত্রীর কথায়, ‘সুচিত্রা সেনকে একটু এড়িয়েই চলতাম, কারণ একটা  সময় তিনি চিনেও চিনতেন না। একবার আমি আর আমার স্বামী ও পরিচালক অজয় বিশ্বাসের সঙ্গে, দক্ষিণেশ্বরে গিয়েছি, সুচিত্রা সেনও গিয়েছিলেন, দূর থেকে এমন আবভাব করলেন যেন আমাকে দেখতেই পাননি।‘ এমনকি একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেও, একসঙ্গে আড্ডা জমাতেন না। 

lily chakraborty openup about relationship between her and suchitra sen at their time

 

সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী , লিলি চক্রবর্তী শটের শেষে গল্প করতেন, আড্ডা মারতেন, কিন্তু মিসেস সেন রিহার্সাল ছাড়া মেকআপ রুম থেকে বেরোতেন না। এমনকি মিসেস সেনের জন্য ছবি থেকে বাদও পড়েছিলেন লিলি চক্রবর্তী। তাঁর বদলে নেওয়া হয়েছিল কল্যাণী মন্ডলকে। অভিনেত্রীর কথায়, ‘প্রযোজককে বলে তিনি আমাকে বাদ দিয়েছিলেন। হয়তো আমার অভিনয়ে একটু ঈর্ষান্বিত হতেন।‘ তবে এসব কথা মনে রাখেননি, মনে রাখলে এই ৮২ তেও টিকে থাকতে পারতেন না বলে জানিয়েছেন।

× close ad