বহুদিন পর্দায় কেন দেখা নেই ‘নিম ফুলের মধু’ ‘ঠাম্মি’র? নিজেই কারণ জানালেন অভিনেত্রী

Lily Chakraborty : টলি ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। ১৯৬৩ তে দেয়া নেয়া দিয়ে শুরু হয়েছিল তারপর থেকে আজও পর্যন্ত একইভাবে অভিনয়

Saranna

actress lily chakraborty openup about why she not seen on neem phuler madhu serial

Lily Chakraborty : টলি ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। ১৯৬৩ তে দেয়া নেয়া দিয়ে শুরু হয়েছিল তারপর থেকে আজও পর্যন্ত একইভাবে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’(Neem Phooler Madhu)তে ঠাম্মির চরিত্রে দেখা যাচ্ছে । তাঁর এই চরিত্র সকলের বেশ পছন্দের।

ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, পর্ণার বিরোধী গোটা দত্ত পরিবার। এই ঠাম্মি সবসময় রয়েছে পর্ণার পাশে। আর তাই তো সকলেই তাঁর এই চরিত্রকে এত পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় হল নিম ফুলের মধু ছেড়ে দিচ্ছেন লিলি চক্রবর্তী। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, সৃজনের লটারির টিকিট আত্মসাৎ করেছে অয়ন।

in neem phooler madhu serial thammi also do satin kanta broto

জ্যান্ত বাবার শ্রাদ্ধ করার পরিকল্পনা করেছে দুজনে। যদিও সেসব কিছুই করতে দেয়নি পর্ণা। এর মাঝেই এন্ট্রি নিচ্ছে নতুন সদস্য। অর্থাৎ পর্ণা খুব তাড়াতাড়ি মা হতে চলেছে। পরিবারের এই আনন্দের সময়ে নেই বাড়ির কর্তী ঠাম্মি হেনোলিনী দেবী। কেন নেই? দর্শকরা ভাবছেন হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ ‘মা’ সিরিয়ালের পর আরও একবার ভিলেন চরিত্রে ‘ফুলকি’! অনুরাগীদের নিজেই জানালেন অস্মিতা

আসলে তা নয়, ঋতু পরিবর্তনের কারণেই অসুস্থ হয়েছেন, আর তাই টিভির পর্দায় দেখা যাচ্ছে না। পুরোপুরি সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন। এখন দেখা যাক কবে তিনি ফেরেন। সকলেই অপেক্ষায় রয়েছেন। প্রসঙ্গত, ৮২ বছর বয়স হয়ে গেল তবুও এখনো অভিনয় করছেন কীভাবে? এত এনার্জি পান কোথা থেকে? এই প্রশ্নটা সকলের মনেই জাগে।

lily chakraborty

তাঁর মতে, ‘মনের জোর ও কাজের প্রতি ভালোবাসা এই এনার্জির উৎস। ৮২ বছর বয়সে অভিনয়ে টিকে থাকায় আমার কাছে বড় চ্যালেঞ্জ। শরীরকে ভালো রাখার জন্যই অভিনয় করে যাচ্ছি। কাজের মধ্যে থাকলে নানান মানুষের সাথে আলাপ হয়, হাসিঠাট্টা, গল্পগুজবের মধ্যে ব্যস্ত রাখা যায় নিজেকে। তবে বয়সের ভারে একটু অসুবিধা হয়। সংলাপ মুখস্থ বলতে পারিনা, নিজের মতো সাজিয়ে নিই’।

Related Post