Madhabi-Sabitri : টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই অভিনেত্রী হলেন মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) ও সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। উত্তম -সুচিত্রা তো হিট, এর পাশাপাশি উত্তম-সাবিত্রী বা উত্তম-মাধবীও হিট। এই হিটটা তাঁদের সিনেমা দেখলেই জানতে পারা যাবে কতটা হিট। সিনেমার পাশাপাশি এঁরা সিরিয়ালের জগতেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু মাঝে কয়েকবছর হল এই দুজনকে দেখা যাচ্ছে না।
খুব শীঘ্রই এই দুজনকে দেখা যাবে ধারাবাহিকে। জি কিংবা স্টার এই দুই চ্যানেলে ধারাবাহিকের জনপ্রিয়তা বেশ। দর্শকরা টিভির পর্দায় বসে অধীর আগ্রহী হয়ে দেখেন। আর তাই ধারাবাহিককে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য প্রয়োজন ভালো কাহিনী। নির্মাতারা সেটার উপরেই জোর দেন। কিন্তু কাহিনী ভালো হলেও টিআরপি তালিকায় তাদের দেখা যায়না।
আর তাই শেষ হতে থাকে ধারাবাহিক। কীভাবে ধারাবাহিককে টিকিয়ে রাখা সম্ভব? তার জন্য নির্মাতারা কলাকুশলী নির্বাচন করেন। বেশ ভালো ভালো অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচন করে নতুন ধারাবাহিক তৈরী করা হয়। আর সেরকমই একটা নতুন ধারাবাহিকে দেখা মিলবে সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়ের। ধারাবাহিকের গল্প লিখবেন লীনা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ ‘সারাক্ষন শুধু………’ কি করেন কাঞ্চন? নিজেই জানালেন স্ত্রী শ্রীময়ী
দুই বন্ধু একসাথে কাজ করতে পেরে বেশ খুশি। বয়সকে বুড়ো আঙুল জানিয়ে শুরু করছেন নতুন জার্নি। লীনা গঙ্গোপাধ্যায় লেখা মানেই সেই ধারাবাহিক আসবে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। ধারাবাহিকের নামধাম জানা যায়নি । তবে ধারাবাহিকের নায়ক হিসেবে দেখা যাবে সুপ্রিয়া দেবীর নাতি শন ব্যানার্জীকে। আর নায়িকা হিসেবে দেখা যাবে গাঁটছড়া ধারাবাহিকের ‘বনি’ অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে।
তবে এখানে একটা নায়িকা নয়, এখানে দেখা যাবে দুটো নায়িকাকে। দেখা মিলতে পারে সোনামণি সাহাকেও। এখনো অফিশিয়ালি কিছু জানা যায়নি, এটা গুঞ্জন মাত্র। দেখা যাক, কি হয়। লুক সেট হয়ে গেছে, প্রোমোর জন্য আউটডোর শ্যুট হবে। বারাণসীতে শ্যুটিং হবে। প্রধান নায়ক-নায়িকা কে হবে তা জানা যায়নি। শুধু কে কে থাকছে জানা গেছে।