বিপদে পাশে নেই পরিবার, ইন্ডাস্ট্রিই হয়েছে আপন! কেমন আছেন পর্দার ‘ঠাম্মি’ বাসন্তী চ্যাটার্জী?

Basanti Chatterjee : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে রয়েছেন অনেক বর্ষীয়ান অভিনেত্রী। সেই রকম একজন বর্ষীয়ান অভিনেত্রী হলেন, বাসন্তী চট্টোপাধ্যায়(Basanti Chatterjee)। আটের দশকের এই অভিনেত্রী কাজ করেছেন 

Saranna

how's actress basanti chatterjee's health condition now

Basanti Chatterjee : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে রয়েছেন অনেক বর্ষীয়ান অভিনেত্রী। সেই রকম একজন বর্ষীয়ান অভিনেত্রী হলেন, বাসন্তী চট্টোপাধ্যায়(Basanti Chatterjee)। আটের দশকের এই অভিনেত্রী কাজ করেছেন  উত্তম কুমারের সাথে। বর্তমানে বয়স ৮৬ এখনো কিন্তু সমান তালে অভিনয় করে যাচ্ছেন। সকলের প্রিয় ঠাকুমা তিনি। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে। 

কিন্তু কিছুদিন হল অভিনেত্রীর দেখা মিলছেনা। এর কারণ হিসেবে জানা গেছে,শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন। গত দুসপ্তাহ ধরে দমদেমর একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই দুঃসময়ে পাশে নেই পরিবার, পাশে রয়েছেন সহকর্মীরা। পাশে দাঁড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাশে দাঁড়িয়েছেন গীতা এল এলবির পরিচালক।

how's actress basanti chatterjee's health condition

তাদের আর্থিক সাহায্যেই চলছে চিকিৎসা। বাসন্তদেবীর অনস্ক্রিন পুত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অভিনেত্রীর ক্যানসার, কিডনি এবং হার্টের সমস্যা রয়েছে। এর পাশাপাশি জানিয়েছেন, তাঁর পরিবারের কথা। কেউ তাঁর পাশে নেই, আর সেকারণে সকলকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছিলেন, পোস্টের নীচে দিয়ে দিয়েছিলেন অ্যাকাউন্ট নম্বর।

আরও পড়ুনঃ নিঃসন্তান হলেও ‘মা’ ডাক থেকে বঞ্চিত হননি! প্রথমবার মাতৃত্ব নিয়ে অকপট অভিনেত্রী অপরাজিতা

কবে সুস্থ হবেন? কবে ঘরে ফিরবেন? জানা যাচ্ছে এখন শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে, চিকিৎসক জানিয়েছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ছেড়ে দেওয়া হবে বৃহস্পতিবার। পরিচারিকার কাছেই থাকবেন। প্রসঙ্গত, সরস্বতী পুজোর সময়েও শারীরিক অবস্থার অবনতি ঘটে।

 

View this post on Instagram

 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)

এক ছেলে এক মেয়ে থাকা সত্ত্বেও তাঁর অভিভাবক হয়ে দাঁড়িয়েছিলেন গাড়ির ড্রাইভার মলয় চাকী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে বিল হয়েছিল ২ লাখ টাকারও বেশি। সেই বিল মিটিয়েছিলেন বাসন্তী দেবীর ড্রাইভার মলয় চাকী। বন্ধুদের থেকে ধার করে টাকা মিটিয়েছিলেন।

পরে হাসপাতাল থেকে ফিরে সেই টাকা মিটিয়েছিলেন বাসন্তী দেবী। হাঁপানি, ক্যানসার, কিডনির মতো জটিল রোগে আক্রান্ত। বহু আগে বসেছে পেসমেকার। করতে হয়েছে ডায়ালসিসও। ফেব্রুয়ারিতে শেষ শ্যুটিং করেই ভুগছিলেন অসুস্থতায়। দুবার ক্যানসার জয় করে ফিরেছেন। তাই আবারও যাতে জয়ী হতে পারেন, সেই কামনায় করি।

× close ad