নিজের প্রাণ দিয়ে কাঁকনকে বাঁচালো মেনন! পর্ব দেখে চোখে জল অনুরাগীদের

Jagadhatri : জি বাংলার সুপার হিট ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই দর্শকদের মন জয় করে ফেলে। বহুবার বেঙ্গল টপারের শিরোপা পেয়েছে সিরিয়ালটি। এই ধারাবাহিকে

Nandini

jagadhatri serial audience cry to see kankon and menan's bonding

Jagadhatri : জি বাংলার সুপার হিট ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই দর্শকদের মন জয় করে ফেলে। বহুবার বেঙ্গল টপারের শিরোপা পেয়েছে সিরিয়ালটি। এই ধারাবাহিকে মেননের অভিনয় দেখে চোখে জল চলে আসে অনুরাগীদের। কারণ মেনন নিজের প্রাণের পরোয়া না করে, বন্ধু কাঁকনের জন্য প্রাণ দিতে দুবার ভাবেনি। বর্তমানে এমন দৃশ্য সহজে দেখা যায় না। সব স্বার্থ ছাড়া কেউ মেশেনা। বন্ধুত্বের সম্পর্ক গুলিও এখন স্বার্থপরতায় পরিণত হয়েছে।

সেই জায়গায় বন্ধুর জন্য নিজের প্রাণ দিয়ে নজির গড়ল মেনন চরিত্রটি। ধারাবাহিকটিতে এখন দেখানো হচ্ছে, বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব কাকলি দেবী এবং কৌশিকী মুখার্জীর মেয়ে কাঁকানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এঁদের দুজনকে উদ্ধার করার অন্য আপ্রাণ চেষ্টা করছে জগদ্ধাত্রী, স্বয়ম্ভু এবং তাদের গোটা টিম। সবাই কাকলি দেবী ও কাঁকানকে উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এই বিপদের দিনে একমাত্র আশার আলো জগদ্ধাত্রী ওরফে জ্যাস।

যে গুন্ডা গুলো কাঁকন ও কাকলি দেবীকে ধরে রেখেছে তাঁর এদের ছাড়া জন্য দুটো শর্ত দিয়েছে। প্রথমত তাঁদের এক কোটি টাকা দিতে হবে আর দ্বিতীয়ত এখানে থেকে বেড়বার ব্যবস্থা করে দিয়ে হবে। এই শর্ত গুলো পূরণ করলেই তাঁরা কাঁকন ও কাকলি দেবীকে অক্ষত অবস্থাতে রাখবে। আর বেশি দেরি করলে দুজনের কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যাবে না। কোন রকম ঝুঁকি নিতে চায়নি জগদ্ধাত্রী। তাই তাদের কথা মতন সমস্ত কিছুর ব্যবস্থা করে দেয় সে।

গুন্ডাগুলো গাড়ি নিয়ে বেড়লেই তাঁদের ফল করতে থাকে জগদ্ধাত্রী ও তাঁর গোটা টিম। জগদ্ধাত্রী গাড়িতে এমন একটা কারসাজি করে রেখেছিল যে এক কিলোমিটার বেশি গাড়িটা যেতে পারবেনা। জগদ্ধাত্রীর প্ল্যান অনুযায়ী সমস্তটা হল। ঠিক এক কিলোমিটার যাওয়ার পরেই থেমে যায় গুন্ডাদের গাড়িটা। কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়াই যে আপনজনকে বাঁচাতে গিয়ে বন্দুকের নিশানায় নিজেকে এনে দাঁড় করায় কাঁকন।

বন্দুক থেকে গুলি বেরিয়ে আসে তাঁর দিকে। সেই গুলি কাঁকনের গা স্পর্শ করতে পারে না। কারণ গুলির সামনে চলে আসে মেনন। তার ছোট্ট বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণের বলি দেয় সে। কাঁকনকে বন্ধু হিসেবে পাওয়ার পর থেকেই নিজের সমগ্র জীবনটা তার জন্যই উজাড় করে দিয়েছিল মেনান। নিজের প্রাণ দিয়ে বন্ধুত্বের সম্পর্ক বাঁচিয়ে রাখল মেনন। এখানেই কি তবে চিরতরে শেষ হয়ে যাবে কাঁকন মেনানের বন্ধুত্ব, নাকি প্রাণে বেঁচে যাবে মেনান! এখন সেটাই দেখার বিষয়।

× close ad