New Bengali Serial : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকের উর্মি-সাত্যকি জুটিকে আজও মনে রেখেছেন দর্শক। স্বাভাবিক ভাবেই প্রতিটি জনপ্রিয় জুটির জন্য একটা ধারাবাহিক শেষ হতে না হতেই অপর কোনো সিরিয়ালে তাদের ফিরে পেতে বেশ উৎসুক থাকেন দর্শক। প্রিয় জুটিকে পর্দায় আবার নতুন রূপে ফিরে পেতে ভক্তরা সর্বদাই উৎসাহিত থাকেন।
তেমনই উর্মি-সাত্যকি অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee) আর অন্বেষা হাজরার (Annwesha Hazra) জুটিকেও নতুন রূপে পর্দায় দেখার জন্য উদগ্রীব ছিলেন অনুরাগীরা। ‘এই পথ যদি না শেষ হয়’ এর পর তাদের আলাদা আলাদা চরিত্রে ভিন্ন ভাবে ভিন্ন জুটিয়ার সাথে পর্দায় দেখা গিয়েছিল। অভিনেতা ঋত্বিককে আরেকবার জি বাংলার পর্দাতেই ‘মন দিতে চাই’ সিরিয়ালে দেখা যায়।
আর অন্যদিকে অভিনেত্রী অন্বেষাকে স্টার জলসা চ্যানেলে ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালে দেখা গিয়েছিল। তবে অনুরাগীদের চমকে দিয়ে এই জুটি বিরাট খুশি দিয়েছেন দর্শকদের। জি বাংলায় আবার একটি নতুন ধারাবাহিক আসন্ন। যার প্রোমো ইতিমধ্যে সামনে এসেছে। আর এই প্রোমোতে উক্ত ধারাবাহিকের নায়ক -নায়িকাকে দেখে উচ্ছসিত দর্শকমহল।
আরও পড়ুনঃ মায়ের কথা রাখতে শর্তের বিয়েতে বাঁধা পড়ল রোদ-ময়না, রইল ধামাকা পর্ব
ফিরছে দর্শকের এটি জনপ্রিয় ঋত্বিক-অন্বেষা জুটি। টিভির পর্দায় ‘আনন্দী'(Anondi)র প্রথম প্রোমোই মন কেড়ে নিয়েছে দর্শকদের। নতুন ধারাবাহিকের সম্প্রচারের অপেক্ষায় অনুরাগীরা। প্রোমোতে দেখা যাচ্ছে, নায়কের ঠাম্মিকে বড়ই জেদি। তিনি ইনজেকশন লাগাতে দেবেননা কাউকে। তবে আনন্দী নিজের প্রয়োজন থেকেই এই কঠিন কাজটা করতে রাজি হয়ে যায়।
আর খেলার চলে ঠাম্মিকে সে ইনজেকশন দিয়েও দেয়। যা দেখে নায়ক বেশ খুশি হন। আর আনন্দীর প্রশংসা করেন। আর আনন্দী বলে বলে ভালোবেসে মনের অসুখ সারাতে শিখে গেছি। ডাক্তার তার কথায় তাচ্ছিল্যের হাসি দিলে সে বলে, অন্তত আনন্দে জীবনটা তো কাটানো যায়। এই আনন্দী আর ডাক্তারের প্রেম কিভাবে শুরু হয় সেটাই দেখার।