প্রতিদিন লক্ষ লক্ষ সাধারণ মানুষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য একমাত্র ভরসা লোকাল ট্রেন। ভিড়ের সময় সামান্য দেরিতে ট্রেন এলেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সেখানে যদি বাতিল ঘোষণা হয় তাহলে একপ্রকার নাভিশ্বাস ওঠে যাত্রীদের। আর এবার শিয়ালদহ রুটের যাত্রীদের জন্য মিলল দুঃসংবাদ। ফের বন্ধ থাকবে ট্রেন পরিষেবা তাও আবার ৪ ঘন্টার জন্য। কবে আর কোন কোন ট্রেন বাতিল? চলুন দেখে নেওয়া যাক।
শিয়ালদহ রুটে বাতিল লোকাল ট্রেন
আসলে বিগত কয়েকমাস যাবৎ মাঝে মধ্যেই শিয়ালদহ থেকে শুরু করে হাওড়া লাইনে একাধিকবার ট্রেন বাতিল হতে দেখা যাচ্ছে। কখনো রক্ষণাবেক্ষণের কাজ তো কখনোবা ওভারহেড কিংবা সিগন্যালিংয়ের কাজের জেরে ট্রেন বাতিল হয়ে ভুগতে হচ্ছে আমজনতাকেই। আর এবার জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর রাত্রি ১১.৩০ থেকে পরের দিন অর্থাৎ রবিবার, ১৪ই সেপ্টেম্বর ভোর ৪টে ৩০ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা
এখন যাত্রীদের সকলের মনেই প্রশ্ন যে কোন কোন ট্রেন বাতিল হয়েছে? চিন্তা নেই, আপনাদের সুবিধার্থে নিচেই দেওয়া রইল বাতিল ট্রেনের তালিকা,
১। ৩২২৪৯ শিয়ালদহ টু ডানকুনি লোকাল
২। ৩২২৫২ ডানকুনি টু শিয়ালদহ
৩। ৩১৪৪৭ শিয়ালদহ টু নৈহাটী
৪। ৩১৪৫০ নৈহাটী টু শিয়ালদহ
এই ট্রেনগুলি আগামীকাল রাত্রি থেকে ভোরবেলা অবধি বাতিল থাকছে। যদিও রেল কর্তাদের মতে, যেহেতু রাতের দিকে কাজ করার সময় বেছে নেওয়া হয়েছে তাই সেই পরিমাণে ভিড় থাকবে না বলা যেতে পারে। তাই আপনার যদি কোথাও বেরোনোর থাকে তাহলে আগে থেকেই এই বাতিলের তালিকা দেখে নিতে পারেন।








