বহুবছর ধরে চলে আসছে নতুন আর পুরাতনের দ্বন্দ্ব। পুরানো দিনের মানুষরা সবসময়ই প্রাচীনপন্থী মনোভাব নিয়ে চলে, তারা মনে করেন তাদের সময়ের চিন্তা ভাবনা গুলো ঠিক, আর নতুন সময়ের অর্থাৎ আধুনিকতার যুগের চিন্তা ভাবনা গুলো ভুল। এই নতুন পুরাতনের যে দ্বন্দ্ব সেটা ঘরে হোক কিংবা বাইরে, ইন্ডাস্ট্রি হোক কিংবা গানের জগৎ সব জায়গাতেই চলমান। তেমনই পুরোনোকে সঙ্গী করে চলতে ভালোবাসেন বর্ষীয়ান টলিউড অভিনেতা বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee)।
বিশেষ করে টলিউডে এই জিনিস টা বেশি করে দেখা যায়। বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জীর (Biplab Chatterjee) চোখে এখনকার অভিনেতা অভিনেত্রীরা লোক দেখানো চালচলনে বেশি অভ্যস্থ। অনেক বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীরাই রয়েছেন, তারা মনে করে তাদের চোখে উত্তম সুচিত্রাই সেরা। কিন্তু আবার অনেকে রয়েছেন তাদের এসব মনে হলেও তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন।
কিন্তু বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী স্পষ্টবক্তা। তিনি এই বর্তমান প্রজন্মের উপর ঠিক ভরসা করতে পারেন না। তাঁর কাছে আগের সময়ের অভিনেতা অভিনেত্রীরাই সেরা। তিনি বরাবরই স্পষ্ট বক্তা হওয়ায় সুযোগ পেলেই নতুন প্রজন্ম কে ভালো করে ধুয়ে দেন। তিনি এক নতুন ধারাবাহিক অভিনেতা প্রসঙ্গে করেছিলেন বিস্ফোরক মন্তব্য। তার মন্তব্যে স্পষ্ট ছিল নতুন অভিনেতা অভিনেত্রীদের প্রতি অবিশ্বাস।
আরও পড়ুনঃ ‘৬ বার বিয়ে হয়ে গেছে’! ‘দিদি নং ১’-এ ‘মিঠিঝোরা’ অভিনেত্রীর মন্তব্যে জোর চর্চা দর্শকমহলে
এখন ধারাবাহিকের রমরমা বাজার। সবাই এখন ইন্ডাস্ট্রি জীবন শুরু করছে এই ধারাবাহিকের মধ্যে দিয়েই। বেশ কিছুদিন আগে এক ধারাবাহিকের নায়কের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনকার অভিনেতারা দুএকটা কাজ করেই গাড়ি কিনে নিচ্ছে, কিন্তু পরে যখন এএমআই দেওয়ার সময় আসে তখন তারা টাকা দিতে পারে না, টাকা কুলোয় না। আমি দীর্ঘ ১৫ বছর সিনেমা করার পরও নতুন গাড়ি কিনতে পারিনি, একটা ঝরঝরে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পেরেছিলাম।
আরও পড়ুনঃ ‘প্রেম করছি বিয়েও করব’, সম্পর্কের গুঞ্জনে শিলমোহর রণজয় সঙ্গিনীর?
তুমি নতুন গাড়িটা কিনতে গেলে কোন সাহসে? এই ফিল্ম ইন্ডাস্ট্রি একটা অনিশ্চয়তার জায়গা।’ এই কথা দেখেই বোঝা যাচ্ছে, তিনি কতটা বিরক্ত। তাঁর কাছে এই ধারাবাহিক বিষয়বস্তু টা হল, মাথামুন্ডুহীন জিনিস। তিনি মনে করেন সিরিয়াল দেখে নিজের সময় নষ্ট না করাই উচিত। তিনি মনে করেন এখনকার অভিনেতা দের কিছু থাকুক না থাকুক লোকদেখানো বড়লোকিটা রয়েছেই।