এভারগ্রীন ধারাবাহিক! বাংলার এই ৪ ধারাবাহিক কখনও ভুলবেননা দর্শক, দেখে নিন তালিকা

সিনে অনুরাগীদের কাছে ধারাবাহিক মানেই একটা অন্যরকম অনুভূতি। কয়েকটা বাংলা ধারাবাহিক (Bengali Serial) আছে যা দর্শকের মনে গেঁথে আছে। পরিবারের সকল সদস্যরা একসাথে টিভির সামনে

Saranna

this 4 evergreen memorable bengali serial unforgotable

সিনে অনুরাগীদের কাছে ধারাবাহিক মানেই একটা অন্যরকম অনুভূতি। কয়েকটা বাংলা ধারাবাহিক (Bengali Serial) আছে যা দর্শকের মনে গেঁথে আছে। পরিবারের সকল সদস্যরা একসাথে টিভির সামনে বসে যায় এই ধারাবাহিক দেখতে। এই ধারাবাহিক এর জন্যই যেন একটা পরিবার একসূত্রে বাঁধা থাকে। শুধু মহিলা সদস্য নয়, ধারাবাহিকের কাহিনী গুলো পুরুষ সদস্যদেরও আকর্ষণ করার ক্ষমতা রাখে। একসময় ধারাবাহিক মানেই ছিল দূরদর্শন। এই দূরদর্শনেই হত ধারাবাহিক। সময়ের পরিবর্তে এল নতুন নতুন চ্যানেল।

‘স্টার জলসা’ (Star Jalsha), ‘জি বাংলার’ (Zee Bangla) মতো টিভি চ্যানেল গুলো । এই চ্যানেল গুলোর নিত্যনতুন ধারাবাহিক গুলি দর্শকদের মন কেড়েছে। এই চ্যানেল গুলোতে এমন কিছু ধারাবাহিক রয়েছে যার সম্প্রচার শেষ হয়েছে, কিন্তু আজও এভারগ্রীন (Evergreen)। দেখে নেওয়া যাক সেই এভারগ্রীন ধারাবাহিক গুলি। যে গুলি শেষ হয়ে যাওয়ার পরও মনে রেখেছে দর্শকরা।

this 4 evergreen memorable bengali serial unforgotable

সেরা ৪ টি এভারগ্রীন বাংলা ধারাবাহিক (4 evergreen Bengali Serial)

ওগো বধূ সুন্দরী (Ogo Bodhu Sundori)

this 4 evergreen memorable bengali serial unforgotable (ogo bodhu sundori)

 

স্টার জলসার জনপ্রিয় এভারগ্রীন বাংলা ধারাবাহিক হল ওগো বধূ সুন্দরী। ললিতা-ঈশান জুটি সকলেরই পছন্দের ছিল। একজন মা হারা মেয়ে, বাবার কাছে মানুষ। খুব বদমেজাজী, রাগী, ভীষণ মুডি সেই মেয়েটা শ্বশুর বাড়ির যৌথ পরিবারে এসে নিজেকে কীভাবে মানিয়ে নেয়, সেই নিয়েই গড়ে উঠেছিল এই ধারাবাহিকের কাহিনী। এছাড়াও শাশুড়িরাও যে মা হয়ে উঠতে পারে এই বার্তাই দিয়েছিল এই ধারাবাহিক। আজও এই ধারাবাহিকের প্রতিটি ঘটনা, চরিত্র সিনে অনুরাগীদের নস্টালজিক করে তোলে।

সুবর্ণলতা (Subarnalata)

this 4 evergreen memorable bengali serial unforgotable (subarnalata)

আশাপূর্ণা দেবীর ট্রিলজি উপন্যাসের দ্বিতীয় ভাগ হল ‘সুবর্ণলতা’। ২০১০ সালে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়। এটি একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক। সংসারের যে কোনো বিষয়কে মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করা। ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে নারী চরিত্রের সাথে একবিংশ শতাব্দীর গৃহবধূরা খুঁজে পেয়েছিল নিজেদের মিল। তাই এখনও ধারাবাহিকের প্রতিটি ঘটনা, চরিত্র সিনে অনুরাগীদের নস্টালজিক করে তোলে।

কিরণমালা (Kiranmala)

this 4 evergreen memorable bengali serial unforgotable (kiranmala)

স্টার জলসার জনপ্রিয় রূপকথা মূলক ধারাবাহিক ‘কিরণমালা’। এই ধারাবাহিকটি ছোটো থেকে বড় সকলেরই মন জয় করে নিয়েছিল। রাজকুমারী ‘কিরনমালা’র জীবন কাহিনী, ‘কটকটি’, ‘প্যাকাটি’র মতো অশুভ শক্তির সাথে কিরণমালার যে লড়াই, অর্থাৎ শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াইয়ের কাহিনী ফুটে উঠেছে এই ধারাবাহিকে। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র কিরণমালা তথা অভিনেত্রী রুকমা রায়, আজও মানুষের কাছে কিরণমালা হিসাবেই বেশি পরিচিত।

বোঝেনা সে বোঝেনা (Bojhena Se Bojhena)

this 4 evergreen memorable bengali serial unforgotable (bojhena se bojhena)

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝে না। এই ধারাবাহিক দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকত। সহজ-সরল, হাসিখুশি প্রাণোচ্ছল স্বভাবের ‘পাখি’র সাথে একজন বদমেজাজী রাগী ছেলে “অরণ্য সিংহ রায়” এর যে কেমিস্ট্রি এটাই ছিল এর মূল আকর্ষণ। আজও পাখি আর অরণ্যকে কেউ ভুলতে পারেনি। এই ধারাবাহিকের টাইটেল ট্র্যাক আজও মানুষের ফোনে বাজতে শোনা যায়।

× close ad