TRP তালিকার রদবদল কেড়ে নিলো মিঠাইয়ের স্থান! সবাইকে ছাপিয়ে এগিয়ে গেলো কে ? রইল তালিকা

ধারাবাহিকের সাপ্তাহিক যুদ্ধের ফলাফল প্রকাশ পেয়েছে। আর এই ফলাফলের তালিকা সকলকে চমকে দিয়েছে। প্রকাশিত এই সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List) মন খারাপ করা ফলাফল হাতে

Desk

bengali serial trp list on 7th july

ধারাবাহিকের সাপ্তাহিক যুদ্ধের ফলাফল প্রকাশ পেয়েছে। আর এই ফলাফলের তালিকা সকলকে চমকে দিয়েছে। প্রকাশিত এই সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List) মন খারাপ করা ফলাফল হাতে এসেছে। এই লড়াইতে জোরদার টক্কর চলছে একে অপরের মধ্যে। ধারাবাহিকের এই যুদ্ধে কেউ কাউকে জমি ছাড়তে রাজি নয়। সর্বদা একটা হাড্ডাহাড্ডি লড়াই লেগেই থাকে। আর এই লড়াইতে দুটি চ্যানেলই সব থেকে বেশি নজরে থাকে। জী বাংলা ও ষ্টার জলসা।

গত সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List) ধূলোকনা সবাইকে টপকে প্রথম স্থান নিয়েছিল। মিঠাই পেয়েছিলো তৃতীয় স্থান। কিন্তু এবারে মিঠাইয়ের স্থান সত্যিই আশ্চর্যজনক। ধূলোকনায় লালন ও ফুলঝুরির পুনর্মিলন তাদের বিয়ে দর্শকের কাছে আকর্ষক হয়ে উঠেছে তুই ধূলোকনা এবারেও সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থান পেয়ে গেছে।

bengali serial trp list on 30th june 1

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি তালিকা (Bengali Serial Top 10 TRP List)

ধূলোকনা – ৯.৩

গাঁটছড়া – ৮.৩

আলতা ফড়িং – ৮.০

গৌরী এলো – ৭.০

মিঠাই / লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৫

মন ফাগুন – ৭.২

উমা – ৬.৩

এই পথ যদি না শেষ হয় – ৬.০

অনুরাগের ছোঁয়া – ৫.৯

খেলনা বাড়ি – ৫.৭

এবারের ষ্টার জলসার নতুন ধারাবাহিক সাহেবের চিঠি প্রথম ১০ এ জায়গা করতে না পারলেও পয়েন্ট পেয়েছে ৪.২। মিঠাই এবারের পঞ্চম স্থানে জায়গা পেয়েছে। মিঠাইয়ের এই ফলাফলে আশাহত হয়েছেন মিঠাই ভক্তরা। তবে গাঁটছড়া তার স্থান ছাড়েনি। খড়ি ঋদ্ধিকে দর্শক বেশ পছন্দ করছেন তা বোঝাই যাচ্ছে।

টিআরপি তালিকায় ধারাবাহিকের সাথে সাথে ষ্টার জলসা ও জী বাংলায় সম্প্রচারিত হওয়া নন ফিকশন শো গুলিও দর্শকের কাছে খুব জনপ্রিয়। এবারের টিআরপি তালিকা অনুযায়ী নন ফিকশন শোতে সবার আগে এগিয়ে আছে জী বাংলার সা রে গা মা পা শো। এই সপ্তাহের এপিসোড অনুযায়ী এই শো পেয়েছে ৬.৯ পয়েন্ট, ষ্টার জলসা চ্যানেলের ইস্মার্ট জোড়ি ৪.৩, জী বাংলা দিদি নং ১ পেয়েছে ৩.১, আর রান্নাঘর ১.২ পেয়েছে।

× close ad