একটা সময়ে বাংলার সেরা সিরিয়ালের তকমা ছিনিয়ে নিয়েছিল ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। বর্তমানে তা আর নেই। ধীরে ধীরে কমতে থাকে এই ধারাবাহিকের জনপ্রিয়তা। টিআরপি তালিকাতে মিঠাই এর খুব খারাপ অবস্থা। এক থেকে তিনের মধ্যে থাকা তো দূর। এক ধাক্কায় নেমে এসেছে পাঁচে। সাপ্তাহিক রিপোর্ট কার্ড দেখে মাথায় হাত মিঠাই অনুরাগীদের।
এখন মিঠাই (Mithai) এর জায়গা দখল করে নিচ্ছে অন্য ধারাবাহিক। ধুলোকণা এবং গাঁট ছড়া তো আগেই ছিল মিঠাই এর শীর্ষে। এখন নতুন করে শীর্ষে দেখা যাচ্ছে আলতা ফড়িং এবং গৌরী এল। মিঠাই এর ফ্যান পেজে এই সব নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কেন কমছে মিঠাই এর জনপ্রিয়তা। কেন কমছে টিআরপির পয়েন্ট। এই নিয়ে তারা কিছু যুক্তি তুলে ধরল।
View this post on Instagram
মিঠাই ভক্তদের দাবি, মিঠাই এর প্রতি অবহেলা করছে চ্যানেল কর্তৃপক্ষ। সময় মত চ্যানেলে ধারাবাহিকের প্রোমো ভিডিও আসছে না। তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গৌরী এল ধারাবাহিক কে। যদিও সমরেশের বিয়ের প্রোমো চ্যানেল কর্তৃপক্ষ দেখিয়েছিল। কিন্তু অনুরাগীদের দাবি, এই প্রোমো ভিডিও আসতে অনেকটা দেরি করেছে।
মিঠাই এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে ধুলোকণা ধারাবাহিক। তাদের দাবি, এই ধারাবাহিকে ঢুকছে গল্পের নতুন চমক। কিন্তু মিঠাই এ কোনো নতুন গল্প দেখা যাচ্ছে না। একই স্লটে চলা ওই ধারাবাহিকের পয়েন্ট ৯.৩ নম্বর। আর মিঠাইয়ে নতুন কোনো গল্প না থাকায় একেবারে অনেক খানিই কমে গেছে এই ধারাবাহিকের পয়েন্ট।
আরও পড়ুনঃ মোদক পরিবারে বিয়ের সানাই! অবশেষে প্রকাশ পেল মিঠাইয়ের প্রোমো, রইল চমকদার ভাইরাল প্রোমো
এবার দর্শকরা চাইছে মিঠাইকে একটু শিক্ষিতা এবং আত্মসম্মানী নায়িকা হিসেবে দেখতে। তারা চাইছে সিদ্ধার্থ আর মিঠাইয়ের মধ্যে রোমান্সটা একটু বাড়ুক। পাশাপাশি রুদ্র-নিপা এবং সোম-তোর্সার সম্পর্কেও একটু রোমান্স দেখতে চাইছেন তারা।
View this post on Instagram
আরও পড়ুনঃ রথের আমেজে উচ্ছেবাবুর বিরাট বদল! মিঠাইয়ের রথযাত্রা পর্ব জমজমাট, রইল ছবি
এছাড়াও আরও একটি বড় কারণ তারা দেখাচ্ছে। ধারাবাহিকের লিড জুটির বন্ধুত্বে চিড় ধরেছে। অর্থাৎ গুঞ্জন শোনা যাচ্ছে আদৃতর সঙ্গে সৌমিতৃষার বন্ধুত্বে চিড় ধরেছে। কৌশাম্বি-আদৃতের ঘনিষ্ঠতার কারণেই সৌমিতৃষা ও আদৃতের মাঝে এই ফাটল। ফলে এর প্রভাব দেখা গেছে অনস্ক্রিনে।