মনে পড়ে জি বাংলার (Zee Bangla) সেই ছোট্ট নেতাজীকে ? যে নেতাজীর জীবনদর্শন নিয়ে অভিনয় করে, দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল। মনে পড়ে তাঁকে? সেই ছোট্ট অঙ্কিত কে। ছোট্ট নেতাজীর চরিত্রে যে অভিনয় করেছিলেন, তাঁর নাম অঙ্কিত মজুমদার (Ankit Majumdar)। ওটা ছিল ওর প্রথম কাজ। প্রথম কাজেতেই একেবারে বাজিমাত করে দিয়েছে। অঙ্কিত এখন কী করছেন জানেন?
অঙ্কিতকে দেখা যাবে এবার ডিজিটালে। ক্লিক (Klikk) প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন সিরিজ ‘জনি বনি’। এই সিরিজে তাঁকে দেখা যাবে বনির ভূমিকায়। আর জনির ভুমিকায় দেখা যাবে মন্দার খ্যাত অভিনেতা দেবাশিস মণ্ডল (Debashsish Mondal)। আর জনির স্ত্রীয়ের ভুমিকায় রয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।
এই সিরিজের কাহিনী টা একটু দেখা যাক। ছোট্ট বনি একজন দাবাড়ু, সাথে বেশ বুদ্ধিও রয়েছে, এই বুদ্ধির দ্বারা সে জনির পাশে দাঁড়াবে। এই সিরিজে জনি একজন পুলিশ অফিসার। সে একজন দায়িত্ববান পুলিশ অফিসার। সেও বুদ্ধি দিয়ে সমস্ত রহস্যের সমাধান করতে চায়। কিন্তু অফিসে কেউ তাঁকে সাহায্য করে না। বরং তার উপরেই চলে ষড়যন্ত্র।
এতো গেল সিরিজের কাহিনী। কিন্তু অঙ্কিতের ব্যক্তিগত জীবন? সে এখন কী করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান অঙ্কিত অনুরাগীরা। তাদের জন্য বলি, অঙ্কিত এখন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া দাবা শিখছে। কারণ তাঁর প্রথম ওয়েব সিরিজে সে একজন তুখোড় দাবাড়ুর ভুমিকায় অভিনয় করছে।
আরও পড়ুনঃ মুখে না বললেও প্রেম ষোলো আনা! ভাইরাল রাগে অনুরাগে খড়ি-ঋদ্ধির ভালোবাসার প্রোমো ভিডিও
অন্যদিকে অভিনয়ের পাশাপাশি চলছে পড়াশোনা। সে এখন অষ্টম শ্রেণীতে পড়ে। নেতাজি ধারাবাহিকের পর তাঁকে দেখা গিয়েছিল কাদ্মবিনী তে। তারপর বর্তমানে এখন তাকে দেখা যায় নবাব নন্দিনী ধারাবাহিকে। সে জানায়, বড় হয়ে তাঁর দুটো ইচ্ছা সে পূরণ করবে। প্রথমত ভালো অভিনেতা হব, ভালো কাজ করব।
দ্বিতীয়ত, একজন ভালো লেখক হব। এছাড়াও তাঁর চরিত্রের একটা গুণ, সে বাস্তবেও খুব মেধাবী। বাড়িতে রয়েছে তার পছন্দের অনেক বই। তবে সে জানায়, এই বই গুলি পড়ার জন্য কেনেনি, তার পছন্দ হয়েছে, তাই শখে কিনেছে। ছোট বয়সেই অঙ্কিতের অভিনয় হৃদয় জয় করে নিয়েছে অসংখ্য ভক্তদের। ছোট নেতাজিকে আজও ভুলতে পারেননি দর্শক। টেলিভিশনের পর্দায় তার অভিনয় দর্শক এখনো মিস করেন।