স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া (Gaatchora)। টিআরপি তালিকায় বেশ শীর্ষেই রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র খড়ির ভুমিকায় অভিনয় করছেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। আর তাঁর বিপরীতে ঋদ্ধিমানের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)। এই দুই চরিত্র ছাড়াও এই ধারাবাহিকে রয়েছে আরও গুরুত্বপূর্ণ দুই চরিত্র।
যদিও তাদের রোল নেগেটিভ। কার কথা বলছি বুঝতেই পারছেন? রাহুল-দ্যুতি। রাহুলের ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য চাটার্জী (Anindya Chatterjee) আর দ্যুতির ভূমিকায় অভিনয় করছেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। এই ধারাবাহিকে শ্রীমা এতটাই দূর্দান্ত অভিনয় করছেন যে নেগেটিভ চরিত্র হলেও দর্শকদের কাছে সে জনপ্রিয়। এতটাই জনপ্রিয় যে তাঁর আসল নামে কেউ তাকে চেনেননা, সবার কাছে দ্যুতি হিসেবেই অভিনেত্রী পরিচিত হয়ে উঠেছেন।
গাঁটছড়া ধারাবাহিকে দেখা যায় সবসময় দ্যুতি তার বোন খড়ির ক্ষতি চায়। দ্যুতির স্বামী রাহুল আর দ্যুতি দুজনে মিলে সবসময় ষড়যন্ত্র করে চলেছে। খড়ি যেন দ্যুতির চরম শত্রুতে পরিণত হয়েছে। প্রতিক্ষনে কিভাবে খড়িকে অপমান করা যায়, অপদস্ত করা যায় সেই ছক কষে চলে দ্যুতি।
সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, দ্যুতির ছোটো বোন বনি দ্যুতির শ্বশুর বাড়ি অর্থাৎ সিংহ রায় বাড়িতে বউ হয়ে এসেছে। হঠাৎ করেই সিংহ রায় বাড়ির কুণালের সাথে তাঁর বিয়ে হয়। খড়ি এক বাজে পরিস্থিতির শিকার হয়ে তাদের বিয়েটা দিতে বাধ্য হয়। আর এই বিয়ে দেখে দ্যুতি বলে ওঠে, ‘জিও খড়ি তোর জন্যই আমরা তিন বোন এই বড়লোক সিংহরায় বাড়ির বউ’। এরপর এগোতে থাকে কাহিনী।
এই দ্যুতি ওরফে অভিনেত্রী শ্রীমা কিন্তু অফস্ক্রিনেও খলনায়িকা। ভাবছেন কি বলছি? হ্যাঁ সত্যিই সে খলনায়িকা। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত হয়ে অকপটে সেকথা স্বীকার করলেন অভিনেত্রী নিজের মুখেই। অভিনেত্রীর একটি ছোট ভাই আছে। সেই ভাইকে সবসময় বিরক্ত করেন তিনি। শান্তিতে থাকতে দেন না। সবসময় জ্বালাতন করেন।
তার ভাই তার থেকে ৫-৬ বছরের ছোটো। সেই ভাইকেই সবসময় জ্বালিয়ে মারে। অভিনেত্রী বলেন, ‘ভাই যখন ঘুমিয়ে থাকে আমি ওর ভুড়ির উপর চোখ-মুখ-নাক এঁকে দিয়ে, মুখে গোঁফ এঁকে দিয়। কিন্তু ও ঐসব টের পায়না। ওই অবস্থাতেই ও দোকানে চলে যায়। রাস্তার লোক ওকে দেখে হাসে। তবে এই ঘটনার প্রতিশোধ তুলতে ও আমাকে চুলের মুটি ধরে মারে।’ বোঝাই যাচ্ছে বাস্তবে শ্রীমা কতটা দুস্টু।