কামাল রশিদ খান (Kamal Rashid Khan), ওরফে কে আর কে (KRK)। চেনেন এনাকে? অনেকেই চেনেন হয়ত। একজন অভিনেতা, একজন রাইটার এবং ছবি সমালোচক। রাইটার ও অভিনেতা তকমাটা তাঁর নামের পাশ থেকে উহ্য, এখন সবাই তাঁকে ফিল্ম সমালোচক হিসেবেই চেনেন। শুধু ছবির সমালোচনা করেন এমন কিন্তু নয়, বলিউডের জনপ্রিয় সব তারকাদের নিয়েও করেন সমালোচনা। এর জন্য তাঁকে ট্রোলারদের থেকেই ট্রোল হতে হয়। আবারও সম্প্রতি তিনি ট্রোলারদের সমালোচনার শীর্ষে। কারণ এবার তাঁর সমালোচনার বিষয় হল বলিউডের তিন খান।
বলিউডের তিন খান। শাহরুখ খান (Shahrukh Khan), আমির খান (Amir Khan), সালমান খান (Salman Khan)। এই তিনজনের উপর বিস্তর অভিযোগ এনেছেন কামাল রশিদ খান (Kamal Rashid Khan)। তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন তিনি। তাঁর দাবি এই তিন খান ধর্মে মুসলমান। কিন্তু কোনো ধর্মীয় রীতি নীতি, আচার অনুষ্ঠান পালন করেন না। ঈদের সময়েও তাঁরা টাকা কামান।
সোমবার সোশ্যাল মিডিয়ায় টুইট করে কামাল রশিদ খান লেখেন, ‘এই তিন খান মুসলিম, কিন্তু নামাজ পড়েন না। ঈদের দিন মুসলিমদের বাধ্য করেন ওনাদের ছবি দেখার জন্য। রীতিমতো ভিক্ষা চান। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য গরীব মানুষদের বোকা বানিয়ে টাকা ইনকাম করছেন।’
আরও পড়ুনঃ মেয়েরা খুললেই দোষ ছেলেদের বেলায় জোটে প্রশংসা! মিমির প্রশ্নের মুখে রণবীরের সিংয়ের নগ্ন ছবি
এরপর তিনি খান অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, খান অভিনেতারা পূজো করেন কিন্তু নিজেদের ধর্ম মত অনুযায়ী নামাজ পড়েন না। যারা খান অনুরাগী তারা আমাকে আনফলো করে দিন। আর এইসবের পরেও যদি তোমরা ওই তিন খানদের অনুরাগী হও, তাহলে তোমরাও খারাপ মানুষ।
https://twitter.com/kamaalrkhan/status/1551403927186423808
তিন খান এই মন্তব্য নিয়ে মাথা ঘামাতে নারাজ। কারণ তাঁরা ব্যস্ত রয়েছেন নিজেদের আগামী ছবি নিয়ে। সালমান খান তাঁর আসন্ন ছবি ‘কভি ঈদ কভি দিওয়ালি’, ‘টাইগার ৩’, ‘কিক ২’ এবং ‘দ্য গডফাদার’ এর রিমেক নিয়ে বেজায় ব্যস্ত। শাহরুখও ব্যস্ত ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ নিয়ে। আর আমির খান অপেক্ষায় রয়েছেন ‘লাল সিং চাড্ডা’-র মুক্তির। ১১ ই আগস্ট এই ছবি মুক্তি পেতে চলেছে।
I don’t have problem with Khan actors at all, if they don’t pray namaz n don’t speak for Muslims. But then they should not “Bheekh Maango” on EID and ask Muslims to watch their films coz they are Muslim actors. It’s proof that they are fooling poor people for their own benefits.
— KRK (@kamaalrkhan) July 25, 2022
তবে এটা প্রথমবার নয় যখন অভিনেতা কামাল রশিদ খান বি-টাউনের জনপ্রিয় অভিনেতাদের সম্বন্ধে কটূক্তি করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগেও তিনি বিভিন্ন রকম ভাবে কখনও ছবি নিয়ে সিনেমা নিয়ে অভিনেতা অভিনেত্রীদের ট্রোল করেছেন। তবে এইসব নিয়ে এখনও পর্যন্ত বিটাউনের তরফে কোনো জবাব শোনা যায়নি।