ইন্ডাস্ট্রি মানেই সেখানে নেপোটিজমের (Nepotism) বসবাস। টলি থেকে বলি সবেতেই নেপোটিজমের ছড়াছড়ি। তবে এমন কিছু তারকা আছে যাদের সন্তানদের গ্রাস করতে পারেনি নেপোটিজমের ছায়া। সেইসব তারকা সন্তানদের ইন্ডাস্ট্রি জীবনে সাফল্যের জন্য করতে হচ্ছে কঠোর পরিশ্রম। নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিচ্ছেন। এই তালিকায় রয়েছে মিঠুন (Mithun Chakraborty) পুত্র মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী (Mahaakshay Chakraborty)।
বাবা মিঠুন চক্রবর্তী সুপারস্টার। বলি থেকে টলি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সব জায়গাতেই জয়লাভ করেছেন। গোটা বিশ্ব জুড়ে তাঁর অভিনয় দক্ষতার খ্যাতি। এই খ্যাতিজোড়া অভিনেতার পুত্র মিমো বাবার মত হতে পারেননি। ইন্ডাস্ট্রির মাটি মিমো শক্ত করতে পারেননি।
ইন্ডাস্ট্রিতে ২০০৮ সালে ‘জিম্মি’ ছবির হাত ধরে পা দেন। তারপর থেকে বলি-টলি মিলিয়ে মোট ১২ টি ছবি করেছেন। কিন্তু ছবি গুলি অতটাও হিট হয়নি। ২০১১ সালে তাঁর প্রথম ছবি, যা বেশ সাফল্যের মুখ দেখেছিল। ছবিটি হল হন্টেড। এই ছবিটি ছিল ভারতের প্রথম স্টেরিও-স্কোপিক থ্রিডি হরর ফিল্ম। সাফল্য পেলে কী হবে? এই ছবির পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
এরপর যখন তিনি কেরিয়ার নিয়ে ব্যস্ত। কেরিয়ারের শীর্ষে পৌঁছাছেন তখন জড়িয়ে পড়েন ধর্ষণের মামলায়। এক তরুণী মডেলকে ড্রিংকের সাথে মাদক দ্রব্য মিশিয়ে তাঁর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি এও দাবি করেন ওই মহিলা, তাঁর গর্ভের সন্তানও নষ্ট করতে চেয়েছিলেন। এই পুরো বিষয়টা জানতেন তাঁর মা যোগীতা বালি। ওই মডেল একজন ভোজপুরী অভিনেত্রী।
আরও পড়ুনঃ প্রযোজকদের কাছের হলে আমি ঠিকই কাজ পেয়ে যেতাম, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সোমা চক্রবর্তীর
এই ঘটনার সময়েই ২০১৮ সালে তাঁর বিয়ের আসর বসে। মিমোর সাথে অভিনেত্রী মাদালসা শর্মার বিয়ের আসর বসে। কিন্তু সেই আসরেই পৌঁছে যায় পুলিশ। মাদালসা প্রথমে বিয়ে ভেঙে দিলেও, পরে আবারও তাঁকেই বিয়ে করেন। এই সবকিছু ঘটনার ভিড়ে পর্দা থেকে অনেক দূরে রয়েছেন মিমো। তবে মিমোর স্ত্রী মাদালসা কেরিয়ার জীবনে বেশ সাফল্য লাভ করেছেন। একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি।
View this post on Instagram
আরও পড়ুনঃ দীপাকে ছেড়ে সূর্যর জীবনে এল নতুন নারী! রানী রাসমণির সাথে জুটি বাঁধছেন অভিনেতা দিব্যজ্যোতি
বর্তমানে হিন্দি বিনোদন চ্যানেল ষ্টার প্লাস এর পর্দায় শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি রিমেক ‘অনুপমা’য় কাভিয়ার চরিত্রে দেখা যায়। প্রসঙ্গত, ওই ধারাবাহিকে প্রথমে অভিনেত্রী মাদালসার চরিত্রটি নেগেটিভ হলেও পরে সে অনুপমার ভালো বন্ধু হয়ে উঠেছে। অভিনেত্রী দর্শক মাঝে বেশ জনপ্রিয়।