বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই'(Mithai)। সন্ধ্যা আটটা বাজলেই টিভির পর্দায় দেখা যায় একটাই ধারাবাহিক মিঠাই। টিআরপির তালিকায় শেষের দিকে থাকতে দেখা যাচ্ছিল। বর্তমানে টিআরপিতে বেশ সফল। আবার একবার বেঙ্গল টপার সিরিয়ালের তকমা তার ঝুলিতে। এই নিয়ে মিঠাই এর ফ্যান পেজ গুলিতে খুশির জোয়ার। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা ধরা পড়ে।
সম্প্রতি শোনা যাচ্ছিল মিঠাইয়ের গুলি লাগার পর নাকি ২৮ শে আগস্ট শেষ হয়ে যাচ্ছে মিঠাই (Mithai)। সবাই ভেবেছিল মিঠাই এর মৃত্যু মানেই ধারাবাহিক শেষ। কিন্তু এই মৃত্যুর প্রোমো প্রকাশ্যে আসতেই টিআরপির রেটিং বেড়ে গেল। প্রথম স্থানে পৌঁছে গেল মিঠাই। পরিচালক জানান এখন শেষ হচ্ছে না মিঠাই। নায়িকা গুলি খেয়েছে মানে মিঠাই শেষ না।
এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন নিয়ে আদৃত জানান, এরকম গুঞ্জন আগেও উঠেছিল । যখন সিদ্ধার্থের অ্যাক্সিডেন্টের প্রোমো প্রকাশ্যে এল তখনই দর্শকরা ভেবে নিয়েছিল যে, এই ধারাবাহিক শেষ। কিন্তু তা হয়নি। অন্যভাবে সিডকে দেখা গিয়েছিল। তাই মিঠাইকেও অন্যভাবে দেখা যাবে। অর্থাৎ মিঠাই গুলিবিদ্ধ বলে সিরিয়াল শেষ, এমনটা কিন্তু নয়। তাই এরপর কী হবে তা নিয়ে বেশ কৌতূহল দর্শকদের।
এর মাঝেই দেখা গেল অন্য কাহিনী। অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে ভর্তি মিঠাই। তাদের জীবনে আসবে নতুন সদস্য। তার নাম হবে সিমি। সিরিয়ালের ঘটনা এগিয়ে যাবে ১০ বছর পরের ঘটনায়। মিঠাই এর কিছুই মনে থাকবে না আগের ঘটনা। মিঠাই এর স্মৃতিভ্রম হবে। যদিও মিঠাইয়ের এখনো জ্ঞান ফেরেনি। সে নিশ্চুপ পরে আছে হসপিটালের বেডে। আর সেই দৃশ্য সিদ্ধার্থকে শেষ করে দিচ্ছে।
এরপর সে সিমি কে নিয়ে অন্য কোথাও চলে যাবে। মনোহরা বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। সিদ্ধার্থ মিঠাইকে না পেয়ে পাগল হয়ে যাবে। সিমিই মিঠাই আর সিদ্ধার্থকে মিল করাবে। এগুলো কোনোটাই এখনও সত্যি কি মিথ্যা জানা যায়নি। চ্যানেল কর্তৃপক্ষ এখনও কিছুই বলেননি। এগুলো সব অনুরাগীদের কল্পনা মাত্র। আর ইউটিউব চ্যানেলের প্রচার।
আরও পড়ুনঃ দর্শকের ভালোবাসা জিতিয়ে দিলো মিঠাইকে! নিন্দুকের মুখ ঝামা ঘষে দিলেন অভিনেত্রী সৌমিতৃষা
সম্প্রতি মিঠাই আর সিড অনুরাগী এক দর্শক তাঁর মেয়ের ছবির সাথে মিঠাই আর সিডের ছবি শেয়ার করে লিখেছেন এটা মিঠাই- সিডের মেয়ে সিমি। এই ছবিই এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তিনি মিঠাই ধারাবাহিকের এমন ভক্ত যে মেয়ের নামকরণও মিঠাই সিদ্ধার্থর নামের সাথে মিলিয়ে সিমি রেখেছেন।