‘তোমার পড়েছে মনে আবার শ্রাবণ দিনে’ কিংবা ‘পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে’ এই গান শুনে আমরা মুগ্ধ হই যার কন্ঠে তিনি হলেন কিশোর কুমার (Kishore Kumar)। শুধু ওই দুটো গান নয়, তিনি অনেক গান উপহার দিয়েছেন, সেই গানের উদাহরণ বলে শেষ করা যাবে না। তাঁর গান এখনও এভারগ্রীন। তবে তিনি শুধু বাংলা গান গাননি, গেয়েছেন অনেক হিন্দি গানও।
৪ আগস্ট, আজ এই কিংবদন্তি কিশোর কুমারের ৯৩ তম জন্মদিন। তাঁর জন্ম হয়েছিল ৪ই আগস্ট ১৯২৯ সালের মধ্যপ্রদেশে। জন্মের সময় তাঁর নাম কিশোর কুমার ছিল না, তার নাম ছিল আভাস কুমার গাঙ্গুলী। তাঁর বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন একজন উকিল। তাঁর দুটো দাদা ও এক দিদি ছিল। তাঁর বড় দাদা অশোক কুমার ছিলেন হিন্দি সিনেমার অভিনেতা, মেজদা অশোক কুমারও ছিলেন হিন্দি সিনেমার অভিনেতা। তাঁর এক দিদি ছিলেন সীতা দেবী। এদের সবার মধ্যে ছোটো ছিলেন কিশোর কুমার।
গাঙ্গুলী পরিবারের এই ছোটো ছেলেই সকলকে মাতিয়ে তুলেছে। স্টেজ শো, টিভি সব জায়গাতেই তিনি মাত্র করেছেন। তিনি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের উজ্জ্বল জ্যোতিষ্ক। তিনি একাই একশো। তিনি শুধু গায়ক নন, তিনি একাধারে অভিনেতা, একজন লেখক ও পরিচালক।
যিনি মঞ্চ মাতিয়ে সকলের মন জয় করেছেন, তিনিই প্রথম প্রথম মঞ্চে উঠে সকলের সামনে গান গাইতে গিয়ে ভয় পেতেন। যেমনটা অনেকেই পান। অনেক লোক দেখে আমরা অনেকেই ঘাবড়ে যায়, কি বলব না বলব, সব গুলিয়ে ফেলি। ঠিক এমনটাই হয়েছিল কিশোর কুমারের ক্ষেত্রে, তবে এই ভয় কাটিয়েছিলেন রাহুল দেব বর্মণ। আসুন জেনে নেওয়া যাক, তার জন্মদিনের এই অজানা কাহিনী।
একবার এক মঞ্চে পারফরম্যান্স এর জন্য উপস্থিত হয়েছিলেন কিশোর কুমার। সেখানে উপস্থিত ছিলেন রাহুল দেব বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, এস ডি বর্মন । সেই মঞ্চের সামনে এসেছে অনেক দর্শক। সবাই রাহুল দেব বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, এস ডি বর্মনকে দেখতে এসেছে। তাদের গান শোনার জন্য উপচে পড়ছে ভিড়। সেই মঞ্চে গান গাইতে উঠেছেন কিশোর কুমার। এত লোক দেখে তিনি ভয় পেয়ে ঘাবড়ে যান। এত দর্শক দেখে তিনি পর্দার পিছনে চলে যান।
তখনই রাহুল দেব বর্মণ তাঁকে ধরে ফেলে, রাহুল দেব বর্মণ যদি ধরে না ফেলতেন তাহলে কিশোর কুমার পালিয়ে যেতেন। রাহুল দেব বর্মণ তাঁকে বলেন, মঞ্চের সামনে যারা বসে আছেন তারা তো আর লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, এস ডি বর্মন নয়, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? এরপরেই কিশোর কুমার মনে জোড় পেলেন। ভয়কে জয় করে এগিয়ে গেলেন। এবার তিনি খোলা মঞ্চে পারফরম্যান্স করে মঞ্চ মাতালেন।