বাংলার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী হলেন অনুসূয়া মজুমদার (Anashua Majumdar)। যার বয়স ৬৯, কিন্তু কর্মক্ষমতা এখনও সচল। মনের জোর এখনও সচল। আর সচল বলেই তো তিনি একসাথে চার চারটে মেগা সিরিয়ালে অভিনয় করেন। ভাবুন তো এই ৬৯ বছর বয়সে এমন কর্মক্ষমতা কার থাকে? ‘কুসুমদোলা’, ‘কুন্দ ফুলের মালা’, ‘অন্দরমহল’, ‘গাছকৌটো’ এই চারটে ধারাবাহিকে তিনি কাজ করেছেন।
তবে তিনি ক্লান্ত হননা। তিনি কাজ করতে ভালোবাসেন বলেই একসাথে চার চারটে ধারাবাহিকে কাজ করেছেন। তাঁর এটা অনেকদিনের অভ্যেস। তিনি একসময় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। এই চাকরির পাশাপাশি তিনি নাচ, গান, অভিনয় সবই করতেন। আর এখন তো শুধুই ধারাবাহিকে অভিনয় তাহলে কেন পারবেন না। তাঁর কথায়, ‘প্রতিদিনই দুটো কিংবা তিনটে ধারাবাহিকে শ্যুটিং করি। সব চরিত্রের অভিনয়তো আর এক রকম হয় না। আমার কোনো অসুবিধা হয়না, যদি অসুবিধা হয় এতদিন তাহলে আমি কি শিখলাম?’
তাঁর ইন্ডাস্ট্রি জীবনে পদার্পণ ঘটে ‘বৃত্ত’ সিনেমার মধ্যে দিয়ে। তবে সেই ছবি মুক্তি পায়নি। তিনি যেহেতু নাটক করতেন, সেখান থেকেই তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার সুযোগ আসে। পরিচালক মৃণাল সেন সেই সুযোগ দেন। ১৯৯১ সালে মৃণাল সেনের পরিচালনায় অপর্ণা সেন ও ভিক্টর ব্যানার্জী অভিনীত ‘মহাপৃথিবী’ তে অভিনয় করেন। এইভাবেই শুরু হয়েছিল তাঁর পথচলা। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে ‘তাহাদের কথা’, ‘কালরাত্রি’, ‘ভাল থেকো’, ‘চিত্রাঙ্গদা’ ,’মাটি’, ‘গোত্র’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন।
সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল ‘কালপুরুষ’ ধারাবাহিক। এই ধারাবাহিকে তিনি মাধবীলতার চরিত্রে অভিনয় করে সকলের কাছে জনপ্রিয় হয়েছিলেন। এরপর এল মেগার সময়, তাঁর প্রথম মেগা ‘শ্যাওলা’। এরপর একে একে ‘সিনেমার মতো’, ‘সোনাটা’ , ‘বউ কথা কও’, ‘জল নূপুর’, ‘চোখের তারা তুই’, ‘অন্দরমহল’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন। এখন তিনি অভিনয় করছেন এক্কা দোক্কা ধারাবাহিকে।
এই ধারাবাহিকে তিনি ঠাকুরমার চরিত্রে অভিনয় করছেন। তবে শুধু এই ধারাবাহিকে নয়, বেশিরভাগ ধারাবাহিকেই তিনি ঠাকুরমার চরিত্রেই অভিনয় করেছেন। কখনও আবার গৃহকত্রী, কখনও আবার রক্ষণশীল শাশুড়ির ভূমিকায়। ‘মুখার্জী দার বউ’ এ আমরা তাঁকে লিড রোল করতে দেখেছি শাশুড়ির ভূমিকায়।
তবে তিনি শুধুমাত্র বাংলাতে কাজ করতে চাননা, হিন্দিতেও কাজ করতে চান। সুযোগের অপেক্ষায় আছেন। এমনকি তিনি পরিচালক হিসেবেও কাজ করতে চান। এর আগেও তিনি থিয়েটারের সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন। তাই থিয়েটার বা সিনেমা পরিচালনা করার ইচ্ছা রয়েছে তাঁর।