বর্তমানে ধারাবাহিকের শেষ কথা টিআরপি তালিকা। একটা ধারাবাহিকের কাহিনী কতটা জনপ্রিয় সেটা বিচার হয় টিআরপি তালিকায়। তাই তো চ্যানেল গুলো একটার পর একটা নিত্য নতুন ধারাবাহিক নিয়ে আসছে দর্শকদের সামনে। কখনও দেখা যায় জি বাংলার ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথমে আবার কখনও দেখা যায় স্টার জলসার ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথমে।
তাই টিআরপি তালিকায় প্রথম সারিতে নিজেদের চ্যানেলকে প্রতিষ্ঠা দিতে চ্যানেল গুলো আনছে একের পর নতুন ধারাবাহিক। এই তো সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘মাধবীলতা’ (Madhobilota)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়াকে (Shrabani Bhunia)। এই ধারাবাহিকের কাহিনী একটু অন্যরকম। যেমনটা আমরা দেখেছি আশাপূর্ণা দেবীর ‘অরণ্যের অধিকার’ উপন্যাসে। উপন্যাসে আমরা দেখেছি আধিবাসীরা অরণ্যের জন্য লড়াই করছে। নিজের প্রাণ দিয়ে দিতেও রাজি গাছের বিনিময়ে।
তেমনই এই ধারাবাহিকের প্রধান চরিত্র মাধবীলতা সে জঙ্গলকন্যা, জঙ্গল কে ভালোবাসে। আর তাই যখন দুষ্টু লোকেরা গাছ কেটে জঙ্গল সাফ করতে আসে, তখন মাধবীলতা তাদের সঙ্গে লড়াই করে। আর সেখানেই তাঁকে দেখে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সবুজ। দেখে মুগ্ধ হয়ে যায় সবুজ। একজন বড়লোক ছেলের সাথে একজন গরীব আদিবাসী মেয়ের কাহিনী নিয়েই মাধবীলতা।
এই ধারাবাহিকে মাধবীলতার ভূমিকায় অভিনয় করছেন ‘জীবন সাথী’ ধারাবাহিকের ঝিলম তথা অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া। আর তাঁর বিপরীতে সবুজের ভূমিকায় অভিনয় করছেন ‘বরণ’ ধারাবাহিক খ্যাত অভিনেতা রুদ্রিক তথা অভিনেতা সুস্মিত মুখার্জী (Sushmit Mukherjee)। মাধবীলতা ধারাবাহিকে এই জুটি সম্পূর্ণ নতুন। তবে তাদের অভিনয় দিয়ে তারা নিশ্চই সকলের মনে জায়গা করে নিতে পারবে।
View this post on Instagram
একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পী শ্রাবণী। ছোটবেলা থেকেই তিনি নাচ শিখেছেন। অনেক মঞ্চে শো করেছেন। তিনি রবীন্দ্রভারতী থেকে জুওলজি বিষয়ে স্নাতক হন, সেখানে পড়াকালীন তাঁর কাছে অভিনয়ের সুযোগ আসে । এরপরই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১৬ সালে ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের মধ্যে দিয়ে তাঁর অভিনয়ের যাত্রা শুরু। তারপর একে একে ‘কনক কাঁকন’ , ‘জীবন সাথী’ ধারাবাহিকে অভিনয়। ‘জীবন সাথী’ ধারাবাহিকের অভিনয় তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।
আরও পড়ুনঃ ‘ঝিলম’ থেকে ‘মাধবীলতা’! অভিনয় জগতে কিভাবে এলেন ? নিজের মুখেই জানালেন অভিনেত্রী শ্রাবনী
View this post on Instagram
ধারাবাহিকের পর্দায় হ্যান্ডসম অভিনেতাদের সাথে অভিনয় করলেও এই অভিনেত্রীর জীবনে রয়েছেন একজন মনের মানুষ। তবে সেই স্পেশ্যাল মানুষ এই ইন্ডাস্ট্রি দুনিয়ার নয়। সে অন্য পেশার মানুষ। তাঁর মনের মানুষ একজন সরকারী চাকুরীজীবি। তিনিই অভিনেত্রীকে অভিনয়ে আসার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। তবে অভিনেত্রী জানিয়েছেন, এখন অবশ্য তাঁর মনের মানুষ, কাছের মানুষটি খুব একটা পছন্দ করেন না এই অভিনয়গত পেশাকে।