জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিক না হয়েও ‘মিঠাই’কে ধরাশায়ী করতে পারে ‘ইন্দ্রানী’! মত দর্শকদের

আমরা টিভির পর্দায় বাংলা ধারাবাহিক চ্যানেল বলতে বুঝি স্টার জলসা আর জি বাংলা। এছাড়াও যে আরও কতকগুলি ধারাবাহিক চ্যানেল আছে, তাদের আমরা সেরকম গুরুত্ব দিই

Saranna

indrani serial can beat mithai serial soon

আমরা টিভির পর্দায় বাংলা ধারাবাহিক চ্যানেল বলতে বুঝি স্টার জলসা আর জি বাংলা। এছাড়াও যে আরও কতকগুলি ধারাবাহিক চ্যানেল আছে, তাদের আমরা সেরকম গুরুত্ব দিই না। এই যেমন কালার্স বাংলা, সান বাংলা, আকাশ আট প্রভৃতি। কখনও এই চ্যানেল গুলোর ধারাবাহিককে টিআরপি তালিকায় দেখি না। কিন্তু বর্তমান সময়ে বাংলা চ্যানেল গুলো নিজেদের ধারাবাহিকগুলোকে টিআরপি তালিকায় লিস্টের প্রথমে রাখার জন্য পুরানো ধারাবাহিকের অবসান ঘটিয়ে আনছে নিত্যনতুন ধারাবাহিক। বর্তমানে জী বাংলার সেরা ধারাবাহিকে পরিণত হয়েছে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালটি।

তেমনই স্টার, জী এর পাশাপাশি বাকি বাংলা চ্যানেলগুলোও বেশ সক্রিয় ভাবে নতুন গল্পের উপর জোর দিচ্ছেন। যেমন কালারস্ বাংলার ‘ইন্দ্রানী’ (Indrani) সিরিয়ালটি। ধারাবাহিকের কাহিনীই সব। তার সার্থক প্রমাণ হল স্টার জলসা। স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিক এসে উপস্থিত হয়েছে দর্শকদের সামনে। প্রায় তিনটে নতুন ধারাবাহিকের (মাধবীলতা, এক্কাদোক্কা, সাহেবের চিঠি) সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। আবার দেখা যাচ্ছে আরেকটি নতুন ধারাবাহিক ‘নবাব নন্দিনী’ আসতে চলেছে। স্টার জলসার অপর প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলা কেন পিছিয়ে থাকবে? তারাও আনছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। 

indrani serial can beat mithai serial soon

তবে এই দুটো বিখ্যাত চ্যানেল ছাড়াও, আরও একটি বিখ্যাত চ্যানেল হল কালার্স বাংলা। সেখানেও দেখা যায় অন্যরকম ধারাবাহিকের কাহিনী। এই যেমন টুম্পা অটোওয়ালি ধারাবাহিকে দেখা যায় একজন মেয়ের অটো চালিয়ে রোজগারের কাহিনী। এছাড়াও এই চ্যানেলে আরও একটি নতুন ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে সেটা হল ‘ইন্দ্রাণী’ (Indrani ) ধারাবাহিক। 

এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে ১৮ ই জুলাই থেকে।  এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন ইষ্টিকুটুম খ্যাত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। আর তাঁর বিপরীতে রয়েছে রাহুল গাঙ্গুলি (Rahul Ganguly)। এই ধারাবাহিকের কাহিনী আর পাঁচটা ধারাবাহিকের থেকে অনেক আলাদা। এটি একটি অসমবয়সী প্রেমের কাহিনী। বছর চল্লিশের এক যুবতীর প্রেমে পড়বে বছর কুড়ির এক যুবক।

indrani serial can beat mithai serial soon

সিরিয়ালে ইন্দ্রাণী একজন ডাক্তার, তবে তাঁর সংসার আছে। তাঁর ১৩ বছরের একটি মেয়ে রয়েছে। সেও ইন্দ্রাণী কে সম্মান দেয় না। তাঁর স্বামী তাঁর সাথে থাকে না, তাঁকে ছেড়ে চলে গেছে, কিন্তু ইন্দ্রাণী থাকে তাঁর শ্বশুর বাড়িতে। ঘর সংসার সামলে সে আসে হাসপাতালে। আর সেই হাসপাতালের মালিকের নাতি তাঁর প্রেমে পড়ে যায়। তাদের এই সম্পর্কের পরিণতি কোনদিকে এগোবে? সমাজ কী মেনে নেবে? এই নিয়েই চলছে ধারাবাহিকের কাহিনী। 

আরও পড়ুনঃ আবারও এক অসম বয়সী প্রেমের কাহিনী! নতুন প্রেমকাহিনী নিয়ে ছোটপর্দায় ফিরছেন অঙ্কিতা চক্রবর্তী

indrani serial can beat mithai serial soon

এই ধারাবাহিকের কাহিনী সকল দর্শকদের বেশ ভালো লেগেছে। অনেকেই এই ধারাবাহিক দেখে ধারাবাহিকের প্রশংসা করেছেন। এখানে নেই একান্নবর্তী পরিবার, নেই পরিবারের কূটকাচালি, রয়েছে একজন নারীর ঘরে বাইরে সংগ্রামের কাহিনী। সম্প্রচার হয় রাত আটটায়। অন্যদিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই ধারাবাহিকের সম্প্রচার হয় আটটায়। এই ধারাবাহিকের কাহিনী অন্যরকম হওয়ায় দর্শকরা ভাবছেন এই ধারাবাহিকের কাছে মিঠাই ধারাবাহিক পরাজিত না হয়ে পড়ে। 

Related Post