ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন এই গুরুত্বপূর্ণ সদস্য, সত্যকিকে আর দেখা যাবে না? উদ্বিগ্ন দর্শক

সব ধারাবাহিকে চলছে মৃত্যুর এপিসোড। আর মৃত্যুর এপিসোড মানেই দর্শকদের মনে একটা ভয় কাজ করে, ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার। ‘খড়কুটো’, ‘মন ফাগুন’ এরপর এবার ‘এই

Saranna

suddenly ei poth jodi na sesh hoy director announced to quit

সব ধারাবাহিকে চলছে মৃত্যুর এপিসোড। আর মৃত্যুর এপিসোড মানেই দর্শকদের মনে একটা ভয় কাজ করে, ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার। ‘খড়কুটো’, ‘মন ফাগুন’ এরপর এবার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) ধারাবাহিকে এখন চলছে মৃত্যুর এপিসোড। আর এই এপিসোড দেখেই সকল দর্শকদের মনে এবার ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার ভয় কাজ করছে। তাহলে কি সত্যিই শেষ হচ্ছে এই ধারাবাহিক?

সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে, উর্মি এবং সাত্যকি দুজনেই এখন ঘোর বিপদে। উর্মির বিপদ কিছুটা কেটে গেছে, সে আঘাত পেয়ে অসুস্থ হলেও মাথায় ব্যান্ডেজ করে হাঁটাচলা করতে পারছেন। কিন্তু তার টুকাইবাবু প্রাণ সংশয়ে। এই দেখেই দর্শকরা ভয় পাচ্ছে যে এবারেই শেষ হয়ে যাবে তাদের পছন্দের ধারাবাহিক। আসলে বহুকাল থেকেই চলে আসছে ধারাবাহিকের নায়ক-নায়িকা মারা গেলেই শেষ হয়ে যায় ধারাবাহিক। আবার এসবের মাঝেই এই ধারাবাহিকের পরিচালক সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শেষ হল পথ চলা’।

suddenly ei poth jodi na sesh hoy director announced to quit

এই স্ট্যাটাস জল্পনাটা আরও বাড়িয়ে দিয়েছে। তাহলে কি সত্যিই শেষ হচ্ছে ধারাবাহিক? নেট নাগরিকরা এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘আচ্ছা আপনার কি আমাদের মিনি হার্ট অ্যাটাকের অপেক্ষায় আছেন?’ অপর একজন লেখেন, ‘কি হলো স্যার?? এমনিতেই আমরা গত 3 দিনের এপিসোড দেখে প্রচন্ড টেনশন এ আছি তার মধ্যে আবার আপনি এইভাবে বলছেন। এবার তো টেনশন এ মরেই যাবো’।

এইসব দেখে পরিচালক অয়ন সেনগুপ্ত জানান, ‘না না চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে শেষ হচ্ছেনা এই ধারাবাহিক। আমি নিজেই এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালাম। তাই এরকম লেখা’। এই ধারাবাহিক যখন শুরু হয়, তখন ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ছিলেন, কৃষ বসু। তারপর গত মে মাস থেকে এই ধারাবাহিকের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন অয়ন সেনগুপ্ত। কিন্তু সেই অয়ন সেনগুপ্তই কেন ছেড়ে চলে যাচ্ছেন এই ধারাবাহিক ছেড়ে?

suddenly ei poth jodi na sesh hoy director announced to quit

তিনি বলেন, ‘একটা কাজ করতে প্রয়োজন বোঝাপড়ার। আমি যেরকম ভাবে কাজ করতে চাইছিলাম, সেরকমভাবে কাজ করতে পারছিলামনা, তাই সমস্যা হচ্ছিল। এই নিয়ে যত কথা হবে প্রযোজক অথবা চ্যানেল কর্তৃপক্ষ খারাপ ভাববে। আমি কাউকে কষ্ট দিতে চাই না। আসলে আমার কাজ দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজক কে সন্তুষ্ট করতে পারছিলাম না।’ এবার এই ধারাবাহিকের নতুন দায়িত্ব কে নেয়, সেটাই দেখার।

তবে ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন গল্পের ক্ষণিক আভাস দেওয়া হয়েছে। চ্যানেলের তরফে নতুন প্রোমো খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। ঝলক দেখে বোঝা যাচ্ছে গল্প কিছু বছর এগিয়ে যেতে চলেছে। তবে এমন একটা টুইস্ট আসার আগেই এরকম একটা ঘোষণা স্বভাবতই দর্শককে ভাবিয়ে তুলেছে। নতুন করে এই ধারাবাহিকের হাল ধরবেন কে তা এখনও জানা যায়নি।

× close ad