বাংলা সিরিয়ালের দুনিয়ায় ১ নং স্থানে আছে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। এই একটি সিরিয়াল যে প্রথম টিআরপি তালিকায় একটানা নিজের জায়গা ধরে রেখেছে সব থেকে বেশি সময় ধরে। মিঠাইয়ের ভক্তসংখ্যা প্রচুর। শুধু সিরিয়ালের গল্পটাই নয়, সিরিয়ালের প্রতিটি কলাকূশলীকে ভালোবাসেন মিঠাই ভক্তরা। অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও অভিনেতা আদৃতের ভক্তসংখ্যা তো ক্রমশ বেড়েই চলেছে।
যদিও একটা ধারাবাহিক কলাকুশলীদের অভিনয়ের দক্ষতাতেই জীবিত হয়ে ওঠে.দর্শকের মনে জায়গা তৈরী করতে পারে। মিঠাইয়ের প্রতিটি অভিনেতা অভিনেত্রীর অভিনয় দর্শকের মন কেড়েছে বারংবার। অভিনেত্রী সৌমিতৃষা মিঠাই চরিত্রে যেমন একজন প্রানোচ্ছল মানুষ। বাস্তব জীবনেও অভিনেত্রী তেমনই। তাকে অনুরাগীরা ভীষণ ভালোবাসেন। কিন্তু মিঠাইয়ের ফাঁড়া যেন কাটতেই চাইছেনা। এই নিয়ে দর্শক বেশ চিন্তিত।
সম্প্রতি কিছুদিন আগে অভিনেত্রী তার ইন্সটা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছিলেন তার কানে আঘাত লাগার। অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন তাকে নিয়ে। এবার আবারও অভিনেত্রীর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে এবারে আর আঘাত নয় জ্বরে পড়েছেন অভিনেত্রী। ভীষণ জ্বরে ভুগছেন অভিনেত্রী। তবে আপাতত তার জ্বর কমেছে। কিন্তু শারীরিক দুর্বলতা রয়েছে এখনও।
জানা গেছে, অভিনেত্রীকে এখন রেস্ট নিতে বলা হয়েছে। তার শারীরিক স্থিতি খারাপ। তার ব্লাড প্রেসার বেড়ে গেছে সাথে শরীরে হিমোগ্লোবিনও কম। তাই এই অবস্থায় তাকে রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। অভিনেত্রীর এই খবর পেয়ে একদিকে যেমন অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন অন্যদিকে তারা চিন্তিত মিঠাইকে কি এখন তাহলে কিছুদিন ধারাবাহিকে দেখা যাবেনা?
প্রসঙ্গত এর আগেও বহুবার অভিনেত্রী ছোট পেয়েছেন। কিন্তু তিনি কখনই শুটিং থেকে বিরতি গ্রহণ করেননি। বরং দর্শকের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে নিজের কাজ করে যাওয়ার চেষ্টা করে গেছেন। আর এই কারণেই অভিনেত্রীর অনুরাগীরা তাকে প্রচন্ড ভালোবাসেন। যদিও কখনও কখনও অনুরাগীরাও বলেছেন তার এভাবে কাজ না করে নিজের প্রতি যত্নশীল হওয়াটা প্রয়োজন।
আরও পড়ুনঃ মিঠাই থেকে উর্মি মধুর মত মিষ্টি অভিনয় করে দর্শকদের মন জিতেছেন এই ৬ টেলি অভিনেত্রী
তবে এবারেও অভিনেত্রী শরীরের আগে নিজের কাজ তাকেই প্রাধান্য দিলেন। অভিনেত্রী জানিয়েছেন তিনি বিরতি নেবেননা। এমনিই কিছুদিন পর পুজো। পুজোর সময়ে এপিসোড মজুত করে রাখতে একটু চাপ তো থাকেই। এছাড়াও নিজেদের প্রথম স্থানটা বজায় রাখতে পরিশ্রম তো করতেই হবে। সাথে তিনি একথাও বলেছেন, কাজের মধ্যে দিয়েই তিনি নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন সর্বত ভাবে।