‘বয়সে বড়োদের সন্মান দিতে বাবা-মা ঠিকই শিখিয়েছেন’, অহংকারী সুদীপাকে পাল্টা জবাব অভিনেতার

জি বাংলার ‘রান্নাঘর’ অনুষ্ঠানের উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee) বহুবার বিতর্কে জড়িয়েছেন। তার অহংকার দর্শকের অজানা নয়। সম্প্রতি আবারও বিতর্কে জড়ালেন তিনি। ফুড ডেলিভারি বয়ের

Nandini

aritra reply againt sudipa chatterjee's unreasonable comments

জি বাংলার ‘রান্নাঘর’ অনুষ্ঠানের উপস্থাপিকা সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee) বহুবার বিতর্কে জড়িয়েছেন। তার অহংকার দর্শকের অজানা নয়। সম্প্রতি আবারও বিতর্কে জড়ালেন তিনি। ফুড ডেলিভারি বয়ের একটি ফাউল কল সম্পর্কে সুদীপার পোস্ট একটি বিশাল বিতর্ক তৈরি করেছে। শেষ পর্যন্ত, তিনি এটি অপসারণ করতে বাধ্য হন।

কিন্তু ততদিনে যা হবে, যা হবে তাই হয়েছে। আর সেই প্রেক্ষাপটে ‘রান্নাঘর’ অপারেটরকে ‘অহংকারী’ বলেছেন জনপ্রিয় শিশুশিল্পী অরিত্র দত্ত বণিক (Aritra Dutta Banik)। ‘পরাণ যাই জ্বলিয়া রে’ থেকে ‘হান্দা ভোঁদা’ থেকে ‘ডান্স বাংলা ড্যান্স জুনিয়র’ পর্যন্ত বহু সুপারহিট ছবি ও সিরিয়ালে কাজ করা এই শিশুশিল্পীর সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন সুদীপা।

aritra angry on sudipa chatterjee

সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে অরিত্র সম্পর্কে সুদীপা বলেন, ‘অরিত্র জীবনে এমন কী করেছে যে আমাকে তার কথা শুনতে হয়েছে? বাবা-মা বললেন, অরিত্র ভেতরে আছে। এছাড়া তিনি কে? সে জীবনে এমন কি করেছে যে আমি তার কথা শুনব? বড়দেরও সম্মান করতে পারে না। আমরা আমাদের আগের প্রজন্মের কারো সাথে এইভাবে কথা বলার সাহস পাইনি।

এখানেই থেমে থাকেননি সুদীপা। তারপর বলল, আসলে এখন সে কিছুই করে না। আমি মনে করি সেজন্যই সে এসব লিখেছে যদি সে আমার নাম দিয়ে তার পেজের কার্যক্রম বাড়াতে পারে। সুদীপার বক্তব্য শ্রোতারা বেশ সাড়া ফেলেছে। তাছাড়া, তার বাবা-মা কথা বললে অরিত্রও খুব উত্তেজিত হয়।

অরিত্র লাইভে এসে বলল যে সুদীপা যদি তার বিরুদ্ধে কোন প্রমাণ আনতে পারে, যেখানে সে অভিনেতা হওয়ার সুযোগ পেয়েছে, তাহলে দেখাও। অভিনেতা আরও বলেছিলেন যে তার বাবা ঠাকুরদা প্রতিটি কেন্দ্রীয় সরকারের অধীনে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা।

আরও পড়ুনঃ প্রযোজকদের কাছের হলে আমি ঠিকই কাজ পেয়ে যেতাম, বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী সোমা চক্রবর্তীর

অরিত্র জানান, তার মায়ের নিজস্ব ব্যবসা রয়েছে এবং তিনি নিজে উচ্চ শিক্ষিত। তার হয়তো খুব বেশি টাকা-পয়সা নেই, কিন্তু তার বাবা-মা তাকে সমাজের সবাইকে সম্মান করতে শিখিয়েছে। অরিত্র বলেন, সুইগি ডেলিভারি বয় থেকে চৌকিদার থেকে সুইপার, সবাই সম্মানের দাবিদার। তাই সুদীপাকে সমাজের প্রতিটি মানুষকে সম্মান করার পরামর্শ দেন অভিনেতা।

× close ad