ধারাবাহিকের টিআরপি বাড়াতে ধারাবাহিকে আনা হয় নিত্যনতুন চমক, তারপরেও যদি না ধারাবাহিক চলে, তখন বাদ দিয়ে দেওয়া হয়, সেই ধারাবাহিককে তার বদলে আনা হয় নতুন ধারাবাহিক। আর এই কথার সার্থক প্রমাণ পাওয়া গেছে, স্টার জলসা চ্যানেলে। একের পর এক ধারাবাহিক যেমন শেষ হয়েছে, তেমনই শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক।
কয়েকদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল, যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) ও নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta) আবার প্রযোজকের ভূমিকায় ফিরছেন। এও শোনা যাচ্ছিল ‘তোমায় আমায় মিলে’- পার্ট 2 আসতে চলেছে। এইসব জল্পনাকে সার্থক রূপ দিয়ে, আনলেন নতুন ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ (Haragouri Pice Hotel)। এই ধারাবাহিকে ঐশানী পড়াশোনা জানা আজকের দিনের মর্ডান মেয়ে। আর তাঁর স্বামী শংকর একটা একটা পাইস হোটেলের মালিক। বিয়ের পর ঐশানী কি পারবে এই পরিবারে মানিয়ে নিতে?
স্ত্রীর স্বপ্নগুলো পূরণ করতে পারবে কি শংকর? এই নিয়েই কাহিনী। সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, যীশু সেনগুপ্ত নিজেই খেতে গেছেন পাইস হোটেলে। সেখানে গিয়ে বলছেন, ১০০ বছরের পুরানো হরগৌরী পাইস হোটেল। আমাদের মত পেটুকদের পীঠস্থান। তারপরেই শংকরকে ডেকে যীশু বলেন, এই তুই নাকি বিয়ে করেছিস? বৌয়ের সাথে আলাপ করিয়ে দিবিনা।
এরপরই শংকর ঐশানী কে ডাকেন, শুনছেন! তারপরেই যীশু বলেন, এ যে হরগৌরী পাইস হোটেলের হরগৌরী জুটি। এদের একটু আশির্বাদ করবেন। তারপরেই জানা যায়, এই ধারাবাহিক ১২ সেপ্টেম্বর থেকে সোম থেকে শুক্র রাত ১০ টায় সম্প্রচার হবে। এই ধারাবাহিকটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন, ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন’। এটা যীশুর নতুন প্রোডাকশন। এই প্রোডাকশনে তাঁর সাথে তাঁর দিদি রাই সেনগুপ্তও রয়েছেন।
যীশুর আরও একটি প্রোডাকশন ছিল, যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থা ‘ব্লু ওয়াটার প্রোডাকশন’। এই সংস্থার আন্ডারে কাজ হয়েছে, ‘ভালবাসা ভালবাসা’, ‘অপরাজিত’ সহ একের পর হিট ধারাবাহিক । কিন্তু কোনো কারণে সেটার নাম বদলে নতুন নামকরণ করা হয়। তারপর আসে এই নতুন সংস্থা।
আরও পড়ুনঃ ‘হোম ডেলিভারি’ ফেল! এবার যীশু সেনগুপ্তর ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে ফিরছে ‘পাগলা’ বিহান
View this post on Instagram
অনেকেই এই ধারাবাহিকের সাথে মিল পাচ্ছেন তোমায় আমায় মিলে ধারাবাহিকের। একসময়ের জনপ্রিয় ছিল এই ধারাবাহিক। নতুন নতুন ধারাবাহিকের আগমন ঘটলেও তাদের টিআরপি বিশেষ দেখা যাচ্ছেনা। তাই কি পুরনোকে ভেঙে নতুনের আভায় মিঠাইকে টেক্কা দিতেই আসছে এই ধারাবাহিক? ধারাবাহিক শুরু হওয়ার পরই সেটা বোঝা যাবে।