ওমির মৃত্যু হতেই দেবাদৃতার সাথে গাঁটছড়া বাঁধলেন জন! নতুন আলোর পথে জন-দেবাদৃতা, রইল প্রোমো

বর্তমানে মানুষ এতটাই ধারাবাহিক প্রেমী হয়ে উঠেছে তে, তাদের মনোরঞ্জন করতে চ্যানেল কর্তৃপক্ষ কোনো খামতি রাখছেন না। তাদের জন্য ধারাবাহিকের পর্দায় আনছেন নতুন জুটি। যা

Saranna

shaurja batyacharyya and debadrita basu get pair in new serial

বর্তমানে মানুষ এতটাই ধারাবাহিক প্রেমী হয়ে উঠেছে তে, তাদের মনোরঞ্জন করতে চ্যানেল কর্তৃপক্ষ কোনো খামতি রাখছেন না। তাদের জন্য ধারাবাহিকের পর্দায় আনছেন নতুন জুটি। যা দেখে দর্শকরাও বেশ আপ্লুত। স্টার জলসা থেকে জি বাংলা সব চ্যানেল গুলোতেই এসেছে নিত্যনতুন জুটি। এবার এই তালিকায় যোগ দিলেন আরও একটি চ্যানেল, সেটা হল সান বাংলা।

এই চ্যানেল নিয়ে এল নতুন জুটি। শৌর্য্য ভট্টাচার্য (Shaurja Batyacharyya) এবং দেবাদৃতা বসুর (Debadrita Basu) জুটি। জন ভট্টাচার্য কে আমরা চিনেছি অনেক আগে থেকেই, কখনো পার্শ্ববর্তী চরিত্রে, আবার কখনও খল চরিত্রে। তাঁকে আমরা এর আগে দেখেছি, ‘বোঝে না সে বোঝেনা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ তে পার্শ্ববর্তী চরিত্রে। তারপর তাঁকে দেখা গেছে, ‘গোলন্দাজ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল, ‘মিঠাই’ ধারাবাহিকে খল চরিত্রে।

omi agarwal will come back on mithai serial1

আমরা দেখেছি ওমি আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছেন জন ভট্টাচার্য। ওমির গুলিতে মৃত্যুর মুখে ছিল মিঠাই। তারপরেই মিঠাই সুস্থ হতে গোটা মোদক পরিবারকে বিপদের মুখে ফেলেছিল সে। এই দূর্দান্ত খলনায়ক জন ভট্টাচার্য এবার কাজ করছেন সান বাংলায় ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকে। তা দেখে আপ্লুত দর্শকরা।

সাধারণত এটা দেখা যায়না যে একজন খল চরিত্র নায়ক হতে। কিন্তু সেই জিনিসটাই দেখা মিলবে পর্দায়। আর দেবাদৃতা বসুকে তো আমরা দেখেছি লিড চরিত্রে অভিনয় করতে। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি লিড চরিত্রের অভিনয়, ‘জয়ী’,’আলোছায়া’, ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’। এবারেও তাঁর দেখা মিলছে এই নতুন ধারাবাহিকে।

shaurja batyacharyya and debadrita basu get pair in alor thikana

এই ধারাবাহিকের কাহিনী নারীকেন্দ্রিক। একটা মেয়ের সুন্দর কাহিনী। সবসময় তাঁর বাবা তাঁকে পড়াশোনার ক্ষেত্রে প্রথম হিসেবে দেখতে চান। মেয়ে এতদিন সেটাই করে এসেছে, অনেক প্রাইজ জিতেছে। কিন্তু হঠাৎ তাঁর বিয়ে হয়ে যায়, তাঁর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সে কী পারবে আবার তাঁর জীবনের আলো ফিরিয়ে আনতে? এটা জানতে হলে ধারাবাহিকটি দেখতে হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে রাত ৯.৩০ টায় দেখা মিলবে এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ মারা যায়নি ওমি, আবার ফিরবে সে! নিজে মুখে সেকথা জানালেন ‘মিঠাই’ অভিনেতা জন ভট্টাচার্য

 

View this post on Instagram

 

A post shared by Shaurja Batyacharyya (@john00240)


প্রসঙ্গত, সান বাংলা চ্যানেলের ‘আলোর ঠিকানা’ (Alor Thikana) ধারাবাহিকে জন কে দেখে দর্শক বেশ উত্তেজিত। খল চরিত্রে অভিনয় করলেও অভিনয় জগতে এই অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে। তাকে এবার মুখ্য চরিত্রে নতুন ভাবে দেখতে পাবেন দর্শক। তার অভিনয় সত্যিই অনবদ্য।

Related Post