আমরা টিভির পর্দায় ধারাবাহিকে (Serial) যেসব অভিনেতা অভিনেত্রীদের দেখি, তাঁরা কীভাবে অভিনয়ের সুযোগ পায়? সবাই কি অডিশন দিয়েই সুযোগ পায়? নাকি অন্য কারোর সাহায্যে সুযোগ পায়? এই সব জানতে আমরা আগ্রহী হয়ে উঠি। তবে সবাই কিন্তু অডিশন দিয়ে সুযোগ পাননা, কেউ কেউ আবার রিয়েলিটি শোয়ের মাধ্যমেই সুযোগ পেয়ে যান।
টেলিভিশনের এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) থেকেই উঠে এসেছেন অভিনয় জগতে। অর্থাৎ নাচের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে যারা আজ ছোট পর্দায় জনপ্রিয়। অনেকেই বর্তমানে জনপ্রিয়তার শিখরে। আবার অনেকে সবেমাত্র শুরু করেছেননিজেদের পথ চলা। আজ সেইরকমই কিছু অভিনেতা অভিনেত্রীর কথা জানাবো আপনাদের।
টেলিভিশন জগতে নাচের মধ্যে দিয়ে যাদের যাত্রা শুরু হয়েছিল :
View this post on Instagram
রুবেল দাস (Rubel Das) : যাকে আমরা দেখেছি, ভানুমতীর খেল, ঠাকুমার ঝুলি, বাঘ বন্দী খেলা, যমুনা ঢাকি নামক উল্লেখযোগ্য ধারাবাহিক গুলিতে। এছাড়াও তিনি অভিনয় করেছেন, সিনেমাতেও। বেপরোয়া, তুই আমার রানি, বাঞ্ছারামের বাগানবাড়ি প্রভৃতি সিনেমায়। এই অভিনেতা ২০০৭-’০৮-এ ‘ডান্স বাংলা ডান্স’-এর চ্যাম্পিয়ন ছিলেন। তারপর তাঁর ইচ্ছা ছিল ডান্সার হওয়ার। কিন্তু ফ্যামিলির দায়িত্ব তখন তাঁর কাঁধে। তাই হাতে কোনো অপশন ছিলনা। তাই অভিনয়ে আসা। তাঁর প্রথম ধারাবাহিক ভানুমতীর খেল। এই ধারাবাহিক দিয়েই শুরু হয় অভিনয় যাত্রা।
View this post on Instagram
ধ্রুবজ্যোতি সরকার (Dhruba Jyoti Sarkar) : এই অভিনেতাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় ধারাবাহিকে। ‘পিলু’ এবং ‘মিঠাই’ তে। দুই ধারাবাহিকেই বিশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। তবে এই দুটো ধারাবাহিকেই শুধু নয়, এর আগেও তিনি বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। অগ্নিপরীক্ষা, দ্বিরাগমণ, বধূবরণ, নেতাজী সহ,অনেক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এই অভিনেতাও ডান্স বাংলা ডান্সের একজন প্রতিযোগী ছিলেন। সেখান থেকেই তার যাত্রা শুরু হয়েছিল।\
View this post on Instagram
ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha) : যাকে বর্তমানে দেখা যাচ্ছে, ‘মিঠাই’ ধারাবাহিকে নিপার চরিত্রে। এই অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়, ২০১০ সালের ডান্স বাংলা ডান্সের সঞ্চালনার মাধ্যমে। এই অভিনেত্রী এর আগে আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন, খনার বচন, চুনি পান্না, রাইকিশোরী, করুণাময়ী রানী রাসমণি সহ আরও অনেক ধারাবাহিকে।
View this post on Instagram
মোহনা মাইতি (Mohana Maiti) : যাকে অভিনয় করতে দেখা যাচ্ছে, ‘গৌরী এলো’ ধারাবাহিকে গৌরির চরিত্রে। এই অভিনেত্রীর শুরুটা হয়েছিল, ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই। তারপর অভিনয়ের ডাক পান। গৌরীর অভিনয় নিয়ে কিছুটা মতবিরোধ থাকলেও। তাকে দর্শক ভালোবাসেন। বর্তমানে গৌরী এলো টিআরপি তালিকায় বেশ এগিয়ে।
View this post on Instagram
মেঘা দাঁ (Megha Daw) : যাকে আমরা দেখতে পাচ্ছি, ‘পিলু’ ধারাবাহিকে পিলুর চরিত্রে। এই অভিনেত্রী ডান্স বাংলা ডান্স’ সিজন ১১ -এর ফাইনালিস্ট ছিলেন। এরপরই সুযোগ পান অভিনয়ে। নাচের সাথে সাথে অভিনেত্রীর অভিনয়ের দক্ষতাও বেশ। পিলু চরিত্রে তার অভিনয় দর্শক বেশ পছন্দ করছেন।