ছোটবেলায় রবি ঠাকুরের ‘চোখের বালি’তে অভিনয়, ‘ক্ষীরের পুতুলে’র পর আবারও কামব্যাক করছেন সুদীপ্তা

পছন্দের ধারাবাহিক (Bengali Serial) শেষ হলে, বেশ মন খারাপ হয়ে যায় তাই না? কারণ একটা ধারাবাহিক যখন হয়, সেই ধারাবাহিকের কাহিনী এবং চরিত্র সবটাই আমরা

Saranna

khirer putul actress sudipta roy comeback with new serial

পছন্দের ধারাবাহিক (Bengali Serial) শেষ হলে, বেশ মন খারাপ হয়ে যায় তাই না? কারণ একটা ধারাবাহিক যখন হয়, সেই ধারাবাহিকের কাহিনী এবং চরিত্র সবটাই আমরা আপন করে ফেলি। চরিত্রগুলোও যেন আমাদের খুব কাছের হয়ে ওঠে। কাহিনী গুলোও যেন মনে হয় নিজের জীবনের ঘটমান। আমরা এটাও ভাবি যে, এর বদলে যে নতুন ধারাবাহিক আসবে, সেই ধারাবাহিক কি ভোলাতে পারবে এই পছন্দের ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার শোক।

এসবের পরে যখন আমরা আবার শুনতে পাই, যে পছন্দের ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে, সেই ধারাবাহিকের চরিত্রদের নতুন ধারাবাহিকে আগমন ঘটছে। এই কথাটা শুনে আমরা বেশ খুশিই হই। ধীরে ধীরে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। নতুন ধারাবাহিক দেখার আগ্রহ বাড়ে। তাছাড়া পছন্দের চরিত্রকে নতুন ভাবে দেখার সুযোগ মেলে। এমনই জনপ্রিয় একটি সিরিয়াল ছিল ‘ক্ষীরের পুতুল’ (Khirer Putul)।

sudipta roy khirer putul

তাই সুখবর দর্শকদের জন্য, আপনাদের পছন্দের অভিনেত্রী সুদীপ্তা রায় (Sudipta Roy) দীর্ঘ দু-বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন । সুদীপ্ত রায় জনপ্রিয় হয়েছিলেন, ‘চোখের বালি’ ধারাবাহিকের আশালতা চরিত্রে। এরপর তাঁকে দেখা গিয়েছিল ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকে লিড চরিত্রে। এই ধারাবাহিকে যখন তিনি অভিনয় করেন, তখন মাত্র নবম শ্রেণীর ছাত্রী তিনি। এরপর আদরিনী করেন। তাঁর শেষ ধারাবাহিক ক্ষীরের পুতুল।

khirer putul chokher bali actress sudipta roy

টিআরপি কম থাকার কারণে ক্ষীরের পুতুল ধারাবাহিক সময়ের আগেই শেষ হয়ে যায়। তারপর আর তাঁকে দেখা যায়নি। সম্প্রতি মহালয়ার দিন সামনে এল নতুন ধারাবাহিক ‘ফেরারি মন’-এর ঝলক। তাঁর বিপরীতে থাকবেন ‘জয় জগন্নাথ’-এর নায়ক বিপুল পাত্র । দুজনের এই জুটি দর্শকদের বেশ ভালোই লাগবে। তবে কবে সম্প্রচার হবে, তা এখনও জানা যায়নি।

ধারাবাহিকের কাহিনী রোমান্টিক ভাবধারার। ফুটে উঠবে কলেজ জীবনের কাহিনী। ধারাবাহিকের নায়ক নিজের ক্ষমতা দিয়ে কলেজে নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ ভাবে, আর নায়িকা এই ভাবধারার নন, সে বুদ্ধি আর নিজের মেধা দিয়ে নিজেকে কলেজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। এই ভালো-মন্দ -এর দ্বন্দ্বের মাঝেই আসবে প্রেম, আসবে সুন্দর সম্পর্ক। কতটা জমবে এই ধারাবাহিক, তা শুধু সময়ের অপেক্ষা।

× close ad