আট থেকে আশি একবার খেলেই খেতে চাইবে বারবার, রইল দুর্দান্ত স্বাদের ডিম তেলানি রান্নার রেসিপি

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপি হয়তো এর আগে আপনারা কখনো ট্রাই করেননি। তবে ডিমকে এভাবে রান্না করলে ডিমের স্বাদই

Nandini

dim telani recipe

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপি হয়তো এর আগে আপনারা কখনো ট্রাই করেননি। তবে ডিমকে এভাবে রান্না করলে ডিমের স্বাদই বদলে যাবে। মুখে লেগে থাকবে এই স্বাদ। প্রত্যেকবার ডিমের করি বা ঝোল এর বদলে বানিয়ে ফেলুন ডিমের এই রেসিপি। ডিম তেলানি রেসিপি (Dim Telani Recipe)। একবার ট্রাই তো করুন। নিশ্চয়ই পছন্দ হবে বাড়ির ছোট থেকে বড়ো সকলের। তো চলুন দেখে নেওয়া যাক।

dim telani recipe

ডিম তেলানি রেসিপি উপকরণ (Dim Telani Recipe Ingredients)

ডিম

পিঁয়াজ কুচি ১ টা

আদা, রসুন বাটা

দারুচিনি

এলাচ

লবঙ্গ

পিঁয়াজ ১ টা বাটা

স্বাদমতো নুন

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

জিরে গুঁড়ো

ডিম তেলানি রেসিপি প্রণালী (Dim Telani Recipe Instructions)

☛ প্রথমে আঁচে কড়াই চাপান। এরপর কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম হতে দিন।

dim telani recipe

☛ তেল গরম হলে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোঁড়ন দিন। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে কড়ায় পিঁয়াজ কুচিটা দিয়ে দিন। আর ভাজতে শুরু করুন।

dim telani recipe

☛ পিঁয়াজ লাল করে ভেজে নিয়ে কড়ায় আদা ও রসুন বাটাটা দিয়ে দিন। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মত নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিন।

dim telani recipe

☛ সমস্ত মশলা মশলা ভালো করে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মত জল দিন। কড়ায় সবটা ফুটতে শুরু করলে তাতে একে একে ডিম শুধু ফাটিয়ে সোজা ঝোলে দিয়ে দিন।

dim telani recipe

☛ এবার ৫-৮ মিনিট ঝোল ফুটিয়ে নিন ঢাকা দিয়ে কম আঁচে। তারপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবেন। নতুনত্ব এই রান্না ভালো লাগবেই।

Related Post