রেল ইঞ্জিনের তলায় বসে যাত্রা! কিকরে সম্ভব ? রেলের মাথায় হাত, মুহূর্তে ভাইরাল খবর

ভাইরাল খবরের দুনিয়ায় নতুন সংযোজন। এক যুবক উদ্ধার হলো রেলের ইঞ্জিনের নিচ থেকে যে প্রায় ১৯০ কিমি পথ ওই ভাবেই অতিক্রান্ত করেছে। এমন আশ্চর্য ঘটনায়

Desk

a boy crossed 190 km path sitting under rail engine

ভাইরাল খবরের দুনিয়ায় নতুন সংযোজন। এক যুবক উদ্ধার হলো রেলের ইঞ্জিনের নিচ থেকে যে প্রায় ১৯০ কিমি পথ ওই ভাবেই অতিক্রান্ত করেছে। এমন আশ্চর্য ঘটনায় যেমন হতবাক হয়েছেন রেলকর্মীরা তেমনই নেটিজেনরাও এমন একটা খবর যেন বিশ্বাসই করতে পারছেননা। ওই ছেলেটি কিভাবে সহ্য করতে পারলো ইঞ্জিনের ওই অসহ্য গরম আর কেন বা কিকরেই বা সে ওখানে পৌঁছলো এমন নানা প্রশ্ন উঠে আসছে বারবার। এমনই এক অবাক করা ঘটনার কথা জানা গেলো ‘সারনাথ বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস (Sarnath Budh Purnima Express)’ ট্রেনের।

ঘটনাটি ঘটেছে ‘সারনাথ বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস (Sarnath Budh Purnima Express)’ ট্রেনটিতে। জানা গিয়েছে ট্রেনটি  রাজগির (Rajgir) স্টেশন ছাড়ার পর গায়া (Gaya) স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পথে গায়া (Gaya) স্টেশনের বেশ কিছুটা আগেই ট্রেনের চালক ইঞ্জিনে কিছু শব্দ শুনতে পান। আর তখনই তিনি প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেনটি থামিয়ে দেন।

a boy crossed 190 km path sitting under rail engine

ট্রেনের ইঞ্জিনের তলায় বসে ১৯০ কিমি পথ অতিক্রম (190 KM Path crossed sitting under the rail engine)

এরপর যখন চালক একটি টর্চ নিয়ে দেখতে যান। তখন সেই দৃশ্য দেখে তিনি তো আশ্চর্য হয়ে যান। দেখেন একটি যুবক ইঞ্জিনের নিচের দিকে বসে আছে। এরপর তিনি আর বিলম্ব না করে তৎপরতার সাথে ওই যুবককে উদ্ধার করার কাজে লেগে পড়েন। তিনি জিআরপিএফ (GRPF) কে খবর দেন ও যত তাড়াতাড়ি সম্ভব যুবকটিকে সেখান থেকে উদ্ধার করা হয়।

কিন্তু যুবকের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও জিআরপিএফ এর সাহায্যে ছেলেটিকে উদ্ধার করা গেলেও চালকের মনে প্রশ্ন ইঞ্জিনের এতো গরম সহ্য করে কিকরে ছেলেটি এতটা পথ অতিক্রান্ত করলো। ১৯০ কিলোমিটার পথ এভাবে পার করা কিকরে কারুর পক্ষে সম্ভব। ওই যুবকের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে।

× close ad