আমি কাজ দেব রূপঙ্কর বাগচীকে! দুঃসময়ে সাহায্যের হাত বাড়ালেন টলিউড প্রযোজক

সংগীতাজ্ঞ রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এখন সোশ্যাল মিডিয়ায় সথেকে বেশি চর্চিত ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন। তার প্রয়াত গায়ক কেকের প্রতি করা মন্তব্য নিয়ে রোষে ফেটে পড়েছেন

Desk

Producer rana sarkar said rupankar bagchi will sang his next film

সংগীতাজ্ঞ রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এখন সোশ্যাল মিডিয়ায় সথেকে বেশি চর্চিত ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন। তার প্রয়াত গায়ক কেকের প্রতি করা মন্তব্য নিয়ে রোষে ফেটে পড়েছেন সাধারণ জনতা থেকে পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এমনকি বেশ কিছু গায়ক গায়িকারাও। তারা সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে রূপঙ্কর বাগচীর তীব্র নিন্দা করেছেন। তার মতো একজন শিল্পীর থেকে এরকমটা আসা করা যায়না অনেকেরই এমন অভিমত।

এই আক্রোশের মুখে পরে জানা গিয়েছে গায়কের বাড়িতে হুমকির ফোন পর্যন্ত এসেছে। জনপ্রিয় কেক সংস্থা মিও আমরের (Mio amore) বিজ্ঞাপনী জিঙ্গেল তুলে নেওয়া হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তাকে বয়কট করার ডাকও পাওয়া গেছে। পরিস্থিতি যখন দিন দিন আরও খারাপ হয়ে উঠছিলো তখন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) একটি প্রেস মিট করেন ও প্রয়াত গায়ক কেকের প্রতি করা তার প্রতি অপমানজনক উক্তির ক্ষমা চেয়ে নেন সর্বসমক্ষে।

producer rana sarkar said rupankar bagchi will sang his next film

রূপঙ্কর বাগচীর পাশে টলিউড প্রযোজক (Tollwood Projojok stand by Rupankar Bagchi)

কিন্তু তবুও যেন কেকের ভক্তদের রোষের আগুনে একফোঁটাও জল ঢালতে পারেননি রূপঙ্কর বাগচী তার প্রেসমিটে। তবে এই পরিস্থিতিতে যখন সকলে রূপঙ্কর বাগচীর বয়কটের দাবিতে সরব। যখন সকলে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন  তখন প্রযোজক রানা সরকার জানালেন তিনি রূপঙ্কর বাগচীর পাশে থাকবেন। তিনি তার পরবর্তী ছবিতে রূপঙ্কর বাগচীকে দিয়েই গান গাওয়াতে চান। তিনি আরও বলেছেন, তিনি রূপঙ্কর বাগচীকে একজন শিল্পী হিসাবে চেনেন, আর তিনি শিল্পী হিসাবে অসাধারণ তিনি এর আগেও রানা সরকারের বই তে গান গেয়েছেন।

আরও পড়ুনঃ এবার এক অনুরাগীর ‘মৃত্যুকামনা’! গায়ক রূপঙ্করের বিস্ফোরক মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা নেটপাড়ায়

রানা সরকার জানিয়েছেন, ‘যদি রূপঙ্কর বাগচী রাজি থাকেন তাহলে আমি আমার পরবর্তী সিনেমার গান তাকে দিয়েই গাওয়াতে চাই। তিনি যাই বলে থাকুক তিনি তার জন্য যথেষ্ট ভুগছেন। তার বাড়িতে হুমকির ফোন পর্যন্ত গেছে, আর তিনি তো তার বলা কথার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন’। রূপঙ্কর বাগচীর গান সত্যিই অসাধারণ। আর সবশেষে রানা সরকার বলেন, ‘রূপঙ্কর বাগচীর বলা কথার জন্যই তো আর কেকে মারা যাননি’।

Related Post