আবহাওয়ার খবর : তৈরী হচ্ছে নিম্নচাপ, বাংলার এই পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

আবহাওয়ার খবর (Weather Update) : ক্রমশ নিম্নচাপ সৃষ্টি হচ্ছ বঙ্গপোসাগরে। আর এই নিম্নচাপের জেরেই কলকাতার আকাশ আজ অর্থ বুধবার মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর

Desk

Aajker Abohaowa Weather update today আজকের আবহাওয়া আবহাওয়ার খবর

আবহাওয়ার খবর (Weather Update) : ক্রমশ নিম্নচাপ সৃষ্টি হচ্ছ বঙ্গপোসাগরে। আর এই নিম্নচাপের জেরেই কলকাতার আকাশ আজ অর্থ বুধবার মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর অনুযায়ী বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। মূলত উত্তরবঙ্গে ও পশ্চিমের কয়েকটি রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উষ্ণতার পারদ ওপরের দিকেই উঠবে।

Aajker Abohaowa Weather update today আজকের আবহাওয়া আবহাওয়ার খবর

আজকের আবহাওয়ার খবর

  • আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১°  সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
  • আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াসের আশপাশে।
  • আজকে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ
  • আজ বাতাসের গতিবেগ ৭.৪ কিমি/ঘন্টা থাকবে
  • মেঘাচ্ছন্ন থাকবে প্রায় ৭১ %

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতরের দেওয়া তথ্যানুযায়ী, বাধবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিমপং জেলায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া স্বাভাবিক বা শুষ্ক থাকবে। রাতের দিকে আবহাওয়া পরিবর্তনের সম্ভনা নেই বললেই হকালে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং ও কালিমপং এর টেম্পটের ১-২° সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

আগামীকালের আবহাওয়ার খবর

কলকাতার আগামীকাল অবফওয়া শুষ্কই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮° সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে। এছাড়াও রোদঝলমলে দিনই থাকবে গোটা রাজ্যে। তবে নিম্নচাপ বাড়তে থাকলে কিছুটা বাড়তে পারে। সুতরাং শীত বিদায় নিয়ে গরম ঢুকতে শুরু করেছে বলাই যেতে পারে।

× close ad