আবহাওয়ার খবর (Weather Update) : ক্রমশ নিম্নচাপ সৃষ্টি হচ্ছ বঙ্গপোসাগরে। আর এই নিম্নচাপের জেরেই কলকাতার আকাশ আজ অর্থ বুধবার মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর অনুযায়ী বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। মূলত উত্তরবঙ্গে ও পশ্চিমের কয়েকটি রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উষ্ণতার পারদ ওপরের দিকেই উঠবে।
আজকের আবহাওয়ার খবর
- আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
- আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াসের আশপাশে।
- আজকে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ
- আজ বাতাসের গতিবেগ ৭.৪ কিমি/ঘন্টা থাকবে
- মেঘাচ্ছন্ন থাকবে প্রায় ৭১ %
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতরের দেওয়া তথ্যানুযায়ী, বাধবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিমপং জেলায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া স্বাভাবিক বা শুষ্ক থাকবে। রাতের দিকে আবহাওয়া পরিবর্তনের সম্ভনা নেই বললেই হকালে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং ও কালিমপং এর টেম্পটের ১-২° সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
আগামীকালের আবহাওয়ার খবর
কলকাতার আগামীকাল অবফওয়া শুষ্কই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮° সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে। এছাড়াও রোদঝলমলে দিনই থাকবে গোটা রাজ্যে। তবে নিম্নচাপ বাড়তে থাকলে কিছুটা বাড়তে পারে। সুতরাং শীত বিদায় নিয়ে গরম ঢুকতে শুরু করেছে বলাই যেতে পারে।