Aay Tobe Sohochori : অবিকল শ্রীময়ীর গল্প কপি! আয় তবে সহচরীর গল্প দেখে শোরগোল নেটপাড়ায়

ষ্টার জলসা (Star Jalsha) চ্যানেলের ধারাবাহিক ‘আয় তবে সহচরী (Aay Tobe Sohochori)’ কপি হচ্ছে ‘শ্রীময়ী’ সিরিয়ালের এমনটাই শোরগোল পড়লো নেটপাড়ায়। ধারাবাহিকে গল্পের গরু গাছে তুলছেন

Desk

Rohit Sen part-2 coming on aay tobe sohochori

ষ্টার জলসা (Star Jalsha) চ্যানেলের ধারাবাহিক ‘আয় তবে সহচরী (Aay Tobe Sohochori)’ কপি হচ্ছে ‘শ্রীময়ী’ সিরিয়ালের এমনটাই শোরগোল পড়লো নেটপাড়ায়। ধারাবাহিকে গল্পের গরু গাছে তুলছেন লেখিকা। সহচরীর এপিসোড দেখে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের। এই ধারাবাহিকটি শুরু হয়েছিল দুই অসমবয়সী মানুষের বন্ধুত্ব নিয়ে। ধিঙ্গি ও সহচরীর বন্ধুত্ব নিয়ে। শুরুতে ধারাবাহিকটি বেশ সুন্দর প্রতিস্থাপন করেছিল তাদের বন্ধুত্বটাকে।

সহচরী একজন গৃহবধূ হওয়া সত্ত্বেও কিভাবে সংসারের সব বাঁধাকে কাটিয়ে কলেজে পরীক্ষা দিতে যায়। সেখানে তাকে সহপাঠীদের কাছে বয়সের জন্য কটাক্ষ সহ্য করতে হয়। কিন্তু ধিঙ্গি হয়ে ওঠে সহচরীর সই। তাদের বন্ধুত্ব দর্শকের মনে আলাদা জায়গাও করে নিয়েছিল। দর্শক বেশ পছন্দ করছিলেন সিরিয়ালটি দেখতে। ধিঙ্গির সাথে বন্ধুত্বের পাশাপাশি দেখানো হচ্ছিলো সহচরীর একটি রেডিও স্টেশনে চাকরি করার গল্প। সহচরী নিজের পরিচয় গড়ে তুলতে সব বাধাকে উপেক্ষা করে চাকরি করছিলো। কিন্তু সকল ধারাবাহিকই যেন এক ছকে  বাঁধা।

Two best friend dhingi and sohochori

ধারাবাহিকের সৌন্দর্য ধরে রাখতে পারেনি ‘আয় তবে সহচরী (Aay Tobe Sohochori)’র গল্প। সহচরীর চাকরি জীবনে সেভাবে ফোকাস করা হয়নি ধারাবাহিকে।বরং দুই সইয়ের গল্প থেকে তাদের সম্পর্কের উন্নতি ঘটানো হলো ধারাবাহিকের গল্প অনুযায়ী ধিঙ্গির সাথে সহচরীর ছেলের বিয়ে হয়। আর এখান থেকেই গল্প নিতে থাকে নতুন মোড়। ধারাবাহিকে এক নতুন চরিত্রে আবির্ভাব ঘটানো হয় ধিঙ্গিকে জব্দ করার জন্য, দেবিনার। দেবিনার সাথে সহচরীর স্বামী সমরেশের পরকীয়ার গল্পে মেতে ওঠে ধারাবাহিকের গল্প।

দেবিনার মা হওয়ার খবরে সহচরী ভেঙ্গে পড়েছিল, তবে যখন সে দেখে সমরেশ চায় দেবিনার বাচ্চাকে মেরে ফেলতে সহচরী দেবিনার বাচ্চাকে বাঁচাতে সবরকম পদক্ষেপ নিতে নিজেকে প্রস্তুত করে নেয়। সম্প্রতি, ধারাবাহিকে সহচরী ও সমরেশ আইনিভাবে আলাদা হয়েছে সহচরীকে সমরেশ দেবিনার বাচ্চার আর কোনো ক্ষতি করবে না, বরং খেয়াল রাখবে কথা দিয়েছে। ডিভোর্সের পর সহচরীর সিঁদুর মুছে কিন্তু হাতে শাঁখা-পলা পরেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর্ব দেখে দর্শক মহলে শোরগোল পড়েছে এই ধারাবাহিকের গল্প শ্রীময়ীর কপি হচ্ছে।

Samaresh and Debina in extra marital affair

এছাড়াও, সহচরীতে আবারও ঘটতে চলেছে এক নতুন পুরুষ চরিত্রের আগমন। সে সহচরীর নতুন বস হতে চলেছেন। রেডিও স্টেশনের মানবী ম্যাম কাজের সূত্রে ওড়িষ্যায় চলে যাচ্ছেন আর তার জায়গাতেই আসতে চলেছেন এই নতুন চরিত্র। আর এই নতুন চরিত্রে আগমনের খবরে দর্শকের অনুমান রোহিত সেন পার্ট ২ আসতে চলেছে ধারাবাহিকে।

× close ad